ক্লাসিকোর আগে অবশেষে মেসিকে নিয়ে খোলাসা করে কিছু বললেন বার্সা কোচ। তিনি জানিয়েছেন, মেসি খেলতে পারেন। তবে শতভাগ ম্যাচ ফিট নয়। মেসিকে কখন নামানো হবে, আদৌ নামানো হবে কি না, সে বিষয়ে কিক-অফের ঘণ্টাখানেক আগে তিনি সিদ্ধান্ত নেবেন।
গত কয়েকদিন ধরে মেসিকে নিয়ে লুকোচুরি করছিল বার্সেলোনা। তার ইনজুরি সম্পর্কে স্পষ্ট করে কিছুই বলছিল না দলটি। স্প্যানিশ গণমাধ্যম জানায়, রিয়াল যাতে আগেভাগে কিছু টের না পায় সে জন্য বার্সা মেসিকে নিয়ে এমন লুকোচুরি করছে।
বার্সার হেড কোচ লুইস এনরিকে নিশ্চিত করেছেন ক্লাসিকোতে মেসি থাকছেন। তবে কখন তাকে নামানো হবে, সে বিষয়ে এখনো তিনি সিদ্ধান্ত নেননি।
সেপ্টেম্বরে লাস পালমাসের বিপক্ষে খেলার সময় হাঁটুর ইনজুরিতে পড়েন আর্জেন্টিনার রাজপুত্র। সেই থেকে জাতীয় দলসহ ক্লাবেও মাঠের বাইরে।
চলতি সপ্তাহ থেকে তাকে বার্সায় অনুশীলন করতে দেখা গেছে। সেই থেকে জল্পনা তুঙ্গে-শনিবার রিয়ালের বিপক্ষেও মাঠে নামতে পারেন মেসি।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, ‘লিও ভালোভাবেই স্কোয়াডে ফিরে এসেছে। আমরা তার বিষয়ে সিদ্ধান্ত নিতে আলোচনায় বসব। তবে এতটুকু বলতে পারি সে শতভাগ ফিট এখনো হতে পারেনি।’