আইএসের ১০ হাজার টুইটার অ্যাকাউন্ট হ্যাকড

আইএসের ১০ হাজার টুইটার অ্যাকাউন্ট হ্যাকড

সম্প্রতি ফ্র্যান্সের প্যারিস সন্ত্রাসী হামলার পর জঙ্গীবাদী সংগঠন আইএসর বিরুদ্ধে রীতিমতো 24সাইবার যুদ্ধে নেমেছে ‘হ্যাকটিভিস্ট’ গ্রুপ অ্যানোনিমাস। গত মঙ্গলবারই সন্দেহভাজন জঙ্গীদের প্রায় সাড়ে পাঁচ হাজার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করে তাদের তালিকা সর্ব সমক্ষে নিয়ে আসে অ্যানোনিমাস। শুক্রবার পর্যন্ত সেই সংখ্যা ১০ হাজার ছাড়িয় গিয়েছে। এটা নিয়েই টুইটারে রীতিমতো ট্রোল করছে হ্যাকার গ্রুপটি।
যে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে সারা বিশ্বে সদস্য নিয়োগ থেকে হত্যার ভিডিও ছড়িয়ে দেওয়ার কাজ করত আইএস, সেই হাতিয়ারকেই অ্যানোনিমাস উল্টো তাদের বিরুদ্ধেই ব্যবহার করতে শুরু করেছে। মূলত তারা টার্গেট করেছে হ্যাশট্যাগকে। কারণ এই একটি অস্ত্রেই একই বিষয় বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে ব্যবহার করত আইএস।
সেই হ্যাশট্যাগ খুঁজে খুঁজে ‘রিপোর্ট স্প্যাম’ করা শুরু করে অ্যানোনিমাস। ফলে ধীরে ধীরে সেই সব অ্যাকাউন্টগুলি ব্লক করা হয়েছে। হ্যাশট্যাগ নিয়ে অ্যানোনিমাস একটি তালিকাও তৈরি করছে। খুব শিগগিরই সেটা প্রকাশ্যে আনা হবে বলে জানিয়েছে তারা।
এখনও পর্যন্ত অ্যানোনিমাসের সব থেকে বড় সাফল্য হল, তারা আইএসের প্রধান প্ল্যাটফর্মটি টুইটার, যার মাধ্যমে ছবি, ভিডিও, বিভিন্ন তথ্য ছড়িয়ে দিত সেটাই প্রায় বন্ধ করে ফেলেছে। তবে বিভিন্ন দেশের প্রশাসনিক কর্তারা মনে করছেন, যদি তারা প্ল্যাটফর্ম পাল্টে ফেলে এর পর থেকে তাদের ট্র্যাক করা অসুবিধা হতে পারে। তবে এখনও পর্যন্ত তেমন কোনও ইঙ্গিত পাওয়া যায়নি।

Featured বিজ্ঞান প্রযুক্তি