মেসিকে নিয়ে ধোঁয়াশা তৈরি করলেন এনরিকে

মেসিকে নিয়ে ধোঁয়াশা তৈরি করলেন এনরিকে

প্যারিসে জঙ্গি হানা এল ক্ল্যাসিকো নিযয়ে প্রশ্ন তুলে দিয়েছিল৷ নিরাপত্তার কথা ভেবে ম্যাচ বন্ধ 11করে দেওয়ার কথা ভেবে ছিল স্প্যানিশ ফুটবল প্রসাশন৷ কিন্তু এল ক্ল্যাসিকোর ঐতিহ্যের কথা মাথায় রেখে সে পথে হাঁটেনি স্প্যানিশ ফুটবল সংস্থা৷ কঠোর নিরাপত্তায় শনিবার মাদ্রিদের মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা৷ ম্যাচে রোনাল্ডো-মেসি দ্বৈরথ দেখা যাবে কি না তা নিয়ে এখনও ধোঁয়াশা রাখলেন বার্সা কোচ লুইস এনরিকে৷
চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন লিওনেল মেসি৷ ২ মাস পর মাঠে ফিরে এল ক্লাসিকোয় মাঠে নামতে তৈরি বার্সা সমর্থকদের হার্টথ্রব৷ কিন্তু মেসির খেলা নিয়ে এখনও সবুজ সংকেত দেননি এনরিকে৷ ম্যাচের দিন সকালে সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি৷ বার্সা কোচ বলেন, ‘দলের সঙ্গে যোগ দেওয়ার পর থেকে মেসিকে খুব ইতিবাচক দেখাছে৷ ছন্দ ফিরে পাওয়ার চেষ্টা করছে৷ কিন্তু লিও খেলবে কি না ম্যাচের ঘণ্টাখানেক আগে সিদ্ধান্ত নেব৷ এল ক্ল্যাসিকোয় না-খেললেও মেসি ফিট হয়ে ওঠায় খুশি বার্সা কোচ৷ এই ম্যাচ জিতলে রিয়ালের থেকে ৬ পয়েন্ট বেশি নিয়ে লিগ শীর্ষে থাকবে বার্সেলোনা৷

Featured খেলাধূলা