শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত আন্তর্জাতিক উৎসব ‘ফেস্তা দে দিউ’। কেন্দ্রশাসিত অঞ্চল দিউয়ের সমুদ্র সৈকতে আগামী পয়লা ডিসেম্বর এই সৈকত উৎসবের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। দমন-দিউ প্রশাসন ও দুটি বেসরকারি সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত এই উৎসবের সূচনায় সংগীত পরিবেশন করবেন শিল্পী শুভা মুদ্গল।
আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে দিউয়ের গুরুত্ব আরও বাড়াতে আয়োজন করা হচ্ছে এই উৎসবের। ৭৭ দিনের সৈকত উৎসব চলবে ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। গুহা, সৈকত, দিউ কেল্লা ও অ্যাম্ফিথিয়েটার, এই চারটি জায়গা জুড়ে চলবে নানা অনুষ্ঠান। শনি-রবি ও অন্যান্য ছুটির দিনের জন্য থাকছে বিশেষ অনুষ্ঠান। পাঁচতারা হোটেল, সৈকতের ধারে তাঁবুতে থাকার ব্যবস্থা ছাড়াও নানা রকম রোমাঞ্চকর খেলার আয়োজন করেছে উৎসব কর্তৃপক্ষ।
সরকারি হিসাব অনুযায়ী গত বছরে দেশ-বিদেশের ১৭ লক্ষ পর্যটক আসে দিউ সৈকতে। এই সৈকত উৎসবের পর সেই সংখ্যাটা ৩৫ লক্ষ হয়ে যাবে বলে মনে করছেন প্রশাসনের কর্তারা। কেন্দ্রশাসিত অঞ্চল দমন, দিউ, দাদরা ও নগর হাভেলির প্রশাসক আশিস কুন্দ্রা জানিয়েছেন, ‘দিউ সৈকতে পর্যটন কেন্দ্র হিসাবে আগে বেশি প্রচার পায়নি পরিবহণ ব্যবস্থার অভাবে। এখন সপ্তাহে চারদিন মুম্বই থেকে দিউ এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা চালু হওয়ায় অনেক পর্যটক আসতে শুরু করেছেন।’ সাংসদের শীতকালীন অধিবেশন শেষ হলে উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মানেকা গান্ধীর আসার কথা আছে বলেও জানান আশিস কুন্দ্রা।