‘বাংলাদেশে মোটর শো হচ্ছে। কিন্তু গাড়িগুলো বিদেশে তৈরি। আমরা দেশে তৈরি গাড়ি চাই। বাংলাদেশের প্রাইভেট অটো মোবাইল ইন্ডাস্ট্রিগুলো এ উদ্যোগ নিতে পারে।’
বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মিডিয়া বাজারে সপ্তম ঢাকা মোটর শো-২০১২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী জিএম কাদের এ কথা বলেন।
কনফারেন্স অ্যান্ড এক্সজিবিশন ম্যানেজন্টে সার্ভিসেস লিমিটেড (সিইএমএস) তিন দিনব্যাপী এ শোর আয়োজন করেছে। এতে কো-পার্টনার হিসেবে রয়েছে গ্লোভেট নামে একটি অটো মোবাইল প্রতিষ্ঠান। ২২ থেকে ২৪ মার্চ পর্যন্ত এ মেলা চলবে।
তিনি আরো বলেন, আমাদের দেশে প্রচলিত একটি ধারণা রয়েছে- গাড়ি শুধু ধনীদের জন্য। কিন্তু সাধারণ মানুষেরও গাড়ির প্রয়োজন রয়েছে। সময় বাঁচানোর জন্য এটির প্রয়োজন রয়েছে। তবে দেশের সড়ক ব্যবস্থা ভালো নয়।
তিনি বলেন, মানুষ ধনী হচ্ছে। জিডিপি অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। ২০১০-১১ সালে ৩২ হাজার বিলিয়ন ডলার আমরা রফতানি খাত থেকে আয় করেছি।
২০১২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এ আয় আরো ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অটোমোবাইল সেক্টরের জন্য আমরা পেট্রোলিয়াম পণ্য রফতানি করছি। বিশ্ব বাজারে প্রতিদিনই পেট্রোলিয়াম পণ্যের দাম বাড়ছে।
বিদ্যুতের উৎপাদন বাড়ানোর জন্য পেট্রোলিয়াম পণ্য রফতানির প্রয়োজন রয়েছে। তিনি আরো বলেন, আমি আশা করছি, অটোমোবাইল সেক্টর দেশে তৈরি পণ্য বিদেশে রফতানি করে বৈদেশিক মুদ্রা আয়ে অবদান রাখবে।
সিইএমএস ইউএসএ’র ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- অনুষ্ঠানের বিশেষ অতিথি আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এএনসিএইচএএন) প্রেসিডেন্ট আফতাব উল ইসলাম, রহিম আফরোজ বাংলাদেশ লিমিটেডের গ্রুপ ডিরেক্টর মনোয়ার এম মইন, ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) প্রেসিডেন্ট সৈয়দ এরশাদ আহমেদ।