সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা বাস্তবায়নে মাঠ চষে বেড়াচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত ও শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
৩ দিন ধরে সকাল থেকে রাত অবধি পথসভা, সমাবেশ ও প্রচারপত্র বিতরণ করে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা।
শনিবার বিকেল ৩টায় সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন। এতে যোগ দেবেন সিলেট বিভাগের ৪ জেলা সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার মহাজোটের নেতাকর্মীরা।
আলীয়া মাদ্রাসা মাঠের জনসভাকে জনসমুদ্রে রূপ দেওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
জানা গেছে, রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি ২১ মার্চ থেকে সিলেটে জনসভার প্রচার কাজ শুরু করেন। একইদিন অর্থমন্ত্রী মুহিতও বিভিন্ন জনসভা ও পথসভা করেন। শুক্রবার রাত পর্যন্ত রেলমন্ত্রী সিলেটে জনসভা বাস্তবায়নের কাজে ব্যস্ত রয়েছেন। তবে অর্থমন্ত্রী ঢাকায় চলে গেছেন। শনিবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে তিনি সিলেট আসবেন।
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ শুক্রবার সিলেটে জনসভার প্রচার কাজে মাঠে নেমেছেন। এ ব্যাপারে ফোনে জানান, তিনি নিজ নির্বাচনী এলাকায় প্রধানমন্ত্রীর জনসভার ব্যাপক প্রচারণা চালাচ্ছেন।
শিক্ষমন্ত্রী বলেন, আলীয়া মাদ্রাসা মাঠের প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে পরিণত হবে। এজন্য গত সপ্তাহে ৫ দিনব্যাপী বিয়ানীবাজার-গোলাপগঞ্জে প্রচার কাজ চালিয়েছেন বলেও জানান তিনি।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান সন্ধ্যায় জানান, সিটি কর্পোরেশনের প্রত্যেক ওয়ার্ডে প্রচার মিছিল করা হয়েছে। প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে পরিণত হবে বলে আশাবাদ তার।
এছাড়াও তিনি বলেন, ‘পুরো সিলেট বিভাগ জুড়ে চলছে জনসভার প্রচার কাজ। প্রত্যেক আসনের এমপিরা এলাকায় বিরামহীনভাবে প্রচার কাজ চালাচ্ছেন।’