মাঝআকাশে রহস্যজনক গতিবিধি এয়ার ফ্রান্স বিমানের

মাঝআকাশে রহস্যজনক গতিবিধি এয়ার ফ্রান্স বিমানের

এয়ার ফ্রান্সের একটি বিমান মাঝআকাশে রহস্যজনকভাবে গতিপথ পালটে উড়ছে বলে 3জানিয়েছে মেল অনলাইন। বিমানটির সান ফ্রান্সিসকো উড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবার মধ্যরাতে আচমকাই ইংলিশ চ্যানেলের উপর বেশ কয়েকবার ঘুরপাক খেয়ে বিমানটি ফের প্যারিসের দিকে ফিরে যায়।
বোয়িং ৭৭৭-২২৮ইআর বিমানটি প্যারিস থেকে সান ফ্রান্সিসকো যাওয়ার কথা ছিল। প্রথমত বিমানটি উড়তে দেরি করে প্রায় আধ ঘণ্টা। কেন এই বিলম্ব, তা স্পষ্ট করে জানা যায়নি। তার উপর ইংলিশ চ্যানেলের উপর বিমানটি ইংরেজি হরফে ‘৮’ -এর মতো আকৃতিবিশিষ্ট পথে ঘুরছিল। রাডারে বিষয়টি নজরে এসেছে।
কেন বিমানটির চালক আচমকাই কোনো রকম ঘোষণা ছাড়াই ফ্রান্সের দিকে ফিরে গেল সে কথা স্পষ্ট করে জানা যায়নি। সম্ভবত মালির হোটেলে জেহাদি বন্দুকবাজের হানার খবর সম্প্রচারের পর বিমানটি গতিপথ বদলেছে। শুক্রবার থেকে এয়ার ফ্রান্সের সমস্ত বামাকোগামী বিমান পরিষেবা বন্ধ করে দেয়া হয়েছে। কলকাতা২৪ অবলম্বনে।

Featured আন্তর্জাতিক শীর্ষ খবর