মিয়ানমারের কাছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৩-২ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। আজ শুক্রবার চীনের ইয়োহান প্রদেশের অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল লাল সবুজ বাহিনী। ম্যাচের ৩৫ মিনিটে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। রায়হান হাসানের লং থ্রো থেকে নাবিব নেওয়াজ জীবনের গোলে এগিয়ে যায় লাল সবুজরা (১-০)। তবে প্রথমার্ধের শেষ মিনিটে অং মিং তিং ম্যাচে সমতা আনেন (১-১)। দ্বিতীয়ার্ধেই ম্যাচে ফেরে বাংলাদেশ। ৫৬ মিনিটে অধিনায়ক মামুনুল ইসলাম গোল করে দলকে ফের এগিয়ে দেন (২-১)। ৭০ মিনিটে জামাল ভূঁইয়ার বদলী মাঠে নামানো হয় জনিকে। ৭১ মিনিটে ফের ম্যাচে সমতা ফেরান মিয়ানমারের অং অং ডো (২-২)। ম্যাচের ৮০তম মিনিটে থিহা অং গোল করলে এবার এগিয়ে যায় মিয়ানমারই (৩-২)। শেষে এই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে মিয়ানমার। রোববার চীনের লিজিয়ান দলের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।