বাংলাদেশ প্রিমিয়ার টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেট লীগে জার্সি ও লোগো উন্মোচন করলো রংপুর রাইডার্স। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে দলটির জার্সি ও লোগো উন্মোচন করে দলটি। অনুষ্ঠানে রংপুরের চেয়ারম্যান মোস্তাফা রফিকুল ইসলাম, দলটির স্পন্সররা, দলের কোচ-খেলোয়াড়সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
রংপুর রাইডার্স বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) রংপুর বিভাগের প্রতিনিধিত্ব করবে। রংপুরের অধিনায়কত্ব করবেন বিশ্ব সেরা অলরাউন্ডার ও দলের আইকন সাকিব আল হাসান। দলের কোচের দায়িত্বে থাকবেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কোচ অস্ট্রেলিয়ান শেন জার্গেনসেন।
আসন্ন বিপিএলে শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে রংপুর রাইডার্স বলে জানালেন দলটির চেয়ারম্যান মোস্তাফা রফিকুল ইসলাম, এবারের লড়াই শিরোপার লড়াই। শিরোপা এবার জিততেই হবে। সাকিবের মতো বিশ্বসেরা খেলোয়াড় দলে রয়েছে। এ ছাড়া দেশি-বিদেশী খেলোয়াড়রাও বেশ ভালো। তাই আমাদের লক্ষ্য শিরোপা জয় করা।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে রংপুর রাইডার্স। ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ তামিম ইকবালের চট্টগ্রাম ভাইকিংস। তাই ২২ নভেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুই প্রিয় বন্ধু সাকিব-তামিমের লড়াইটা দেখার সুযোগ পাবে ক্রিকেট প্রেমীরা। টুর্নামেন্টের প্রথম থেকেই রংপুর রাইডার্সের দায়িত্ব পালন করবেন দলের সেরা তারকা সাকিব। সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ খেলেই স্ত্রী ও সন্তানকে দেখতে যুক্তরাষ্ট্রে ছুটে যান সাকিব।
রংপুর রাইডার্স স্কোয়াড :
আইকন খেলোয়াড় : সাকিব আল হাসান (অধিনায়ক)।
দেশী খেলোয়াড় : আবু জায়েদ, আরাফাত সানি, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মুক্তার আলী, সাকলাইন সজীব, জহিরুল ইসলাম, মুরাদ খান, জুবায়ের হোসেন, রকিবুল হাসান ও মার্শাল আইয়ুব।
বিদেশী খেলোয়াড় : কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা), মিসবাহ-উল-হক (পাকিস্তান), মোহাম্মদ নবী (আফগানিস্তান), কেভিন ও ব্রায়েন (আয়ারল্যান্ড), থিসারা পেরেরা (শ্রীলংকা), ড্যারেন সামি (ওয়েস্ট ইন্ডিজ), সাচ্চিত্রা সেনানায়েকে (শ্রীলংকা), লেন্ডল সিমন্স (ওয়েস্ট ইন্ডিজ) ও ওয়াহাব রিয়াজ (পাকিস্তান)।
কোচ : শেন জার্গেনসন (অস্ট্রেলিয়া)।