বিহারের নতুন উপ-মুখ্যমন্ত্রী হচ্ছেন লালুর ছেলে

বিহারের নতুন উপ-মুখ্যমন্ত্রী হচ্ছেন লালুর ছেলে

রাষ্ট্রীয় জনতা দল আরজেডির প্রধান লালু প্রাসাদ যাদবের ছোটো ছেলে তেজস্বী যাদব 12ভারতের বিহার রাজ্যের নতুন উপ-মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। তাছাড়া লালুর বড় ছেলে তেজ প্রতাপও নতুন মন্ত্রিসভার সদস্য হচ্ছেন। খবর টাইমস অব ইন্ডিয়া ও পিটিআই’র
এদিকে আজ শুক্রবার দুপুরে বিহার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন জেডি [ইউ] দলের প্রধান নিতিশ কুমার। পঞ্চম মেয়াদে শপথ নিবেন তিনি। শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দাওয়াত দিয়েছেন নিতিশ। ১৮ নভেম্বর ফোন করে নিতিশ মোদিকে এ দাওয়াত দেন। মোদি শপথ অনুষ্ঠানে থাকছেন বলে নিশ্চিত করা হয়েছে। আজ দুপুর ২টায় গান্ধী ময়দানে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
অন্যদিকে নিতিশ-লালু-কংগ্রেস জোট সম্প্রতি বিহার রাজ্যের নির্বাচনে বিজেপিকে ধরাশায়ী করে। নিতিশ-লালু জোট যেখানে ১৭৮টি আসন লাভ কওে, সেখানে বিজেপি মাত্র ৫৮টি আসন পায়। নিতিশ কুমারের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগই ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবসহ আরো অনেকে। ইতোমধ্যে তাদের উপস্থিতির কথা নিশ্চিত করা হয়েছে।

Featured আন্তর্জাতিক