মালির হোটেলে সন্ত্রাসী হামলা : ১৭০ জন জিম্মি

মালির হোটেলে সন্ত্রাসী হামলা : ১৭০ জন জিম্মি

মালির রাজধানী বামাকোর কেন্দ্রস্থলে আজ শুক্রবার রেডিসন ব্লু নামে একটি পাঁচতারকা 14হোটেলে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় ওই হোটেলটিতে অবস্থানকারী ১৭০ জনকে জিম্মি করে রেখেছে সন্ত্রাসীরা। তাদের মধ্যে ১৪০ জন হোটেলটির ক্লায়েন্ট ও ৩০ জন স্টাফ বলে বিভিন্ন দেশের আন্তর্জাতিক গণমাধ্যমে জানা গেছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র একথা জানিয়েছে। আফ্রিকান দেশ মালির এই হোটেলটি পরিচালনা করে আমেরিকানরা। হোটিলেটিতে ১৯০টি রুম, সুইমিংপুলসহ অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।
হোটেলটির পরিচালনাকারী দ্য রেজিডর হোটেল গ্রুপ এক বিবৃতিতে বলা হয়, ২ জন বন্দুকধারী আজ শুক্রবার খুব ভোরের দিকে ওই হোটেলটিতে হামলা চালায়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা হোটেলটির চারপাশে অবস্থান নিয়েছেন। সেখানে এখনো গোলাগুলি ঘটছে। তবে এ ঘটনায় হতাহতের সঠিক কোনো পরিসংখ্যান এখনো পাওয়া যায়নি।
এদিকে মালির স্থানীয় একটি সংবাদপত্র জানায়, ১০ জন আক্রমণকারী হামলার সঙ্গে জড়িত রয়েছে। কারা হামলা করেছে তা জানা যায়নি। তবে এএফপি’র সংবাদে হামলাকালীদের জিহাদি বলে উল্লেখ করা হয়েছে। সপ্তম তলা থেকে গুলির শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছে হোটেলের সিকিউরিটি কর্মকর্তারা।

Featured আন্তর্জাতিক শীর্ষ খবর