‘জাতির কাছে ক্ষমা চেয়ে পাকিস্তানে চলে যান’

‘জাতির কাছে ক্ষমা চেয়ে পাকিস্তানে চলে যান’

খালেদা জিয়া পাকিস্তানের মূল এজেন্ট। আইএসআই’র কাছ থেকে টাকা নিয়েই তিনি নিজেই এর প্রমাণ করেছেন। এ দাবি করে তাকে জাতির কাছে ক্ষমা চেয়ে পাকিস্তানে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

হানিফ বলেন, ‘খালেদা জিয়া আইএসআই’র কাছ থেকে টাকা নিয়ে যে অপরাধ করেছেন এর ধিক্কার জানানোর ভাষা আমার জানা নেই। আশা করি, সে অপরাধ স্বীকার করে খালেদা জিয়া পাকিস্তানে চলে গিয়ে এ জাতিকে কলঙ্কমুক্ত করবেন।’

তিনি বলেন, ‘২০০১ সালের নির্বাচনের পরে ’৭১ এর মতো আবার বর্বরোচিত আচরণ শুরু করে বিএনপি-জামায়াত। তখন আমরা বুঝতে পারিনি, এর মূল কারণ কি? কিন্তু আজকে আইএফআই’র ঘটনা প্রকাশ হয়ে পড়ায় এখন বিষয়টি পরিষ্কার হয়ে পড়েছে। তারা পাকিস্তান থেকে টাকা নিয়ে স্বাধীনতার চেতনাকে ধ্বংস করতে চেয়েছিল। বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল।’

তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে বলেন, ‘উচ্চশিক্ষিত এ মানুষটি শুধুমাত্র পদের লোভে অন্ধ হয়ে গেছেন। সে কারণে নীতি-আদর্শ ভুলে গিয়ে তারেক রহমানের মতো দুর্নীতিবাজের পক্ষে সাফাই গাইছেন। আদালতেই এখন প্রমাণ হতে শুরু করেছে, তারেক ২১ আগস্ট এবং ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় জড়িত ছিলেন। ওই দুটি ঘটনায় বিএনপি-জামায়াত সরকারের সময় রাষ্ট্রের সর্বোচ্চ অবস্থানকারীরা জড়িত ছিলেন।’

হানিফ প্রশ্ন করেন, ‘ফখরুল সাহেব দাবি করেছেন, তারেক এর সঙ্গে জড়িত নন। তাহলে তিনি এ বিষয়টি পরিষ্কার করবেন কি, এর সঙ্গে তারেক জিয়া না খালেদা জিয়া জড়িত?’

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন।

বাংলাদেশ রাজনীতি