প্রথমবারের মতো ঘটা করে জনসম্মুখে এসে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘দলের সর্বোচ্চ মহলের দোয়া, নির্দেশ এবং অনুমতি নিয়েই সিটি করপোরেশন উত্তরের মেয়র পদে নির্বাচনের জন্য মাঠে নেমেছি।’
শুক্রবার মিরপুর এক নম্বর শাহ আলী মাজার শরিফ ও মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করে তিনি এ কথা বলেন।
তবে তিনি দাবি করেন, অনেক আগে থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করেছেন, ভোটের জন্য দোয়া চেয়েছেন। এ সময় ঢাকা মহানগর ও মিরপুর, পল্লবী এবং কাফরুল থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা মায়াকে ফুলের মালা পরিয়ে দেন।
‘আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন কি না’- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মায়া বলেন, ‘গত বছরের ডিসেম্বর মাস থেকেই মানুষের কাছে দোয়া চাচ্ছি। আজ মুসল্লিদের সঙ্গে নামাজ আদায় করলাম। আগামী ডিসিসি নির্বাচনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাই।’
‘মানুষ আমার জন্য দোয়া করছে এবং ঘরে ঘরে ভোট চাইবে’ বলেও জানান তিনি।
উত্তর সিটি করপোরেশনের ১৪ দলের প্রার্থী হিসেবে শিরিন আখতারের নাম শোনা যাচ্ছে। এ ব্যাপারে মায়া বলেন, ‘আমি ১৪ দলের মহানগরের সমন্বয়ক। এমন কোনো সিদ্ধান্তের কথা শুনিনি। এমন সিদ্ধান্ত হলে অবশ্যই জানবো।’
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘এখন বয়স হয়েছে, পাগলামি করার সময় নাই। সর্বোচ্চ মহলের সাড়া ছাড়া মাঠে নামিনি। যে নতুন প্রজন্ম আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে, তারাই আমার নির্বাচনের মূল দায়িত্ব পালন করবে। সকলের ভালবাসা নিয়ে নির্বাচনে জয়ী হয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবো।’
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সেখানে না থাকলেও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুকুল চৌধুরী, শ্রম সম্পাদক মকবুল হোসেন, কৃষি সম্পাদক লুৎফর রহমান, স্বাস্থ্য সম্পাদক দিলীপ রায়, ভারপ্রাপ্ত দফতর সম্পাদক শহীদুল ইসলাম মিলনসহ মহানগর এবং স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।