কোনো দেশ সরকারকে চাপ দিচ্ছে না : কামরুল

কোনো দেশ সরকারকে চাপ দিচ্ছে না : কামরুল

যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে কোনো দেশে সরকারকে চাপ দিচ্ছে না বলে উল্লেখ করেছেন আইন প্রতিমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম।

তিনি বলেন, ‘কোনো দেশ যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে সরকারকে চাপ দিচ্ছে না। এমনকি পাকিস্তান সরকারও নয়। কিন্তু পাকিস্তানের আইএসআই ভেতরে ভেতরে খালেদা জিয়াকে দিয়ে, দেশে অস্থিতিশীলতা তৈরি করে যুদ্ধাপরাধ বিচার বাধগ্রস্ত করার চেষ্টা করছে।’

শুক্রবার জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল অডিটরিয়ামে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত ‘মহাজোট সরকারের তিন বছর, যুদ্ধাপরাধীদের বিচার ও আইনের শাসন’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কামরুল বলেন, পৃথিবীর বিভন্ন দেশে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। কিন্তু একমাত্র বাংলাদেশেই যুদ্ধাপরাধীদের পক্ষে একটি অংশ কাজ করছে। জিয়াউর রহমানের পদ্ঙ্ক অনুসরণ করে খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের সহযোগিতা করছেন। বিচারকে বাধাগ্রস্ত করতে এসব ষড়যন্ত্রকারীরা মরণকামড় দিতে প্রস্তুত।’

তিনি বলেন, ‘কোনো ফাঁক-ফোকর না রেখে দ্রুততম সময়ে বিচার করতে চাই। অভিজ্ঞতার অভাবজনিত কারণে অনেকে অনেক কথা বলেন, যেগুলো বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে।’

আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মে. জে. কেএম শফিউল্লাহর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য আব্দুল মান্নান চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, মুক্তিযুদ্ধ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ প্রমুখ।

বাংলাদেশ রাজনীতি