ক্রিকেটে একমাঠে হাসিনা-খালেদা

ক্রিকেটে একমাঠে হাসিনা-খালেদা

‘সব পথ গেছে রোমের দিকে’— এই বিখ্যাত উক্তি কার না জানা! আর আজ ২২ মার্চ গোটা বাংলাদেশের সব পথ বুঝি গেছে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের দিকে। আর তা থেকে বাদ পড়েননি আমাদের দুই নেত্রী— আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলের নেতা খালেদা জিয়া।

এদেশের মানুষের কাছে পরম আবেগের ক্রিকেটের চুম্বকীয় টানে এই দু’ নেত্রীও ছুটে গেছেন স্টেডিয়াম পানে। প্রধানমন্ত্রী সেই বিকেলেই গ্যালারিতে হাজির হয়ে খেলা দেখছেন। পরে তার অনুগামী হয়েছেন বিরোধী দলের নেতা খালেদা জিয়াও। বিরোধী দলনেতা খালেদা পরেছেন গোলাপি শিফন শাড়ি।

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের দু’ গ্যালারিতে বসে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার এশিয়া কাপের ফাইনাল ম্যাচ দেখছেন দু’ নেত্রী।

রাজনৈতিক সংস্কৃতির উল্ট রথে চড়া হাসিনা-খালেদা জাতির নানা সংকট, দুর্যোগ ও জাতীয় ইস্যুতে একখানে বসতে না পারলেও ক্রিকেটের সম্মোহনী টানে বৃহস্পতিবার ছুটে গেছেন ক্রিকেট মাঠে।

নানা টানাপড়েন, ঘাত-প্রতিঘাত, আক্রমণ-পাল্টা আক্রমণ, রাজনৈতিক দ্বন্দ্ব-সংঘাত ও বিবাদ ভুলে এক স্টেডিয়ামে দু’ নেত্রীর ক্রিকেটানন্দ উপভোগকে ইতিবাচক চোখে দেখছেন সবাই।

নিকট অতীতে সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠান একখানে বসাতে পারেনি দু’ নেত্রীকে; বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানেও একখানে হননি তারা দু’জন। বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনাকর্মকর্তা মারা গেলেও এক সঙ্গে বসার তাগিদ বোধ করেননি সংসদনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলের নেতা খালেদা জিয়া। সীমান্তে হত্যা, পানি আগ্রাসন, টিপাইমুখসহ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে হাজারও কথা হলে জাতীয় স্বার্থে একসঙ্গে বসেননি হাসিনা-খালেদা, বছরান্তে একবার জাতীয় সংসদে গিয়ে পদ রক্ষার আনুষ্ঠানিকতা ছাড়া দু’ নেত্রীর মুখ দেখা-দেখিও হয় না খুব একটা।

সে ক্ষেত্রে এশিয়া কাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচ হাসিনা-খালেদাকে একখানে বসিয়ে প্রমাণ করেছে-বাংলাদেশের মানুষের কাছে ক্রিকেট এক প্রাণের খেলা।

খেলাধূলা বাংলাদেশ রাজনীতি