আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘১৯৭১ সালে আমরা যখন যুদ্ধে, খালেদা জিয়া তখন পাকিস্তানি সেনা ছাউনিতে।’
তিনি বলেন, ‘বেগম জিয়া কখনোই বাংলাদেশ চাননি। আর চাননি বলেই বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে ১৯৯১ সালের নির্বাচনে পাকিস্তানের আইএসআই’র কাছ থেকে টাকা নিয়েছিলেন তিনি।
বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘পাকিস্তানের আইএসআই’র কাছ থেকে বিএনপির অর্থ নিয়ে নির্বাচন করায় স্বাধীনতার মূল্যবোধ ভূলুণ্ঠিত হয়েছে’ শীর্ষক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, ‘বাংলাদেশকে নতুন করে ধ্বংস করার জন্যেই খালেদা জিয়া পাকিস্তানের আইএসআই’র কাছ থেকে টাকা নিয়েছিলেন।’
খালেদা জিয়াকে উদ্দেশ্ করে তিনি বলেন, ‘দেশ ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত না হয়ে বরং পাকিস্তানে চলে যান।’ তিনি আরো বলেন, ‘খালেদার প্রতি ঘৃণা ও লজ্জা হয়, তাকে ধিক্কার দিতে ইচ্ছা করে যে, যে পাকিস্তান আমাদের ৩০ লাখ বাঙালিকে হত্যা করেছিল, হাজার হাজার মা-বোনের ইজ্জত নিয়েছিল, সেই ’৭১-এর পরাজিত শক্তির কাছ থেকে খালেদা টাকা নিয়েছেন।’
আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, আইএসআই’র প্রেসক্রিপশনে বিএনপির জন্ম। ১৯৭১ সালে জিয়া পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করেছেন এবং বেগম জিয়া ছিলেন পাকিস্তানের সেনা ছাউনিতে।
তিনি বলেন, সুতরাং পাকিস্তানের কাছ থেকে খালেদা জিয়া টাকা নেওয়াতে আশ্চর্য্ হওয়ার কিছু নেই। আর খালেদা জিয়া যদি টাকা না নিয়ে থাকেন, তাহলে তিনি পাকিস্তান দূতাবাসে গিয়ে মামলা করতে পারেন এং আইনি লড়াই লড়তে পারেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটর ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট তারানা হালিমের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে অংশ নেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্- সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ করিম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, অভিনেতা ফরিদ আলী প্রমুখ।