পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৭

পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৭

কুমিল্লার, টাঙ্গাইল ও নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র, চালক-হেলপার, স্বামী-স্ত্রীসহ ৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১২ জন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইলের দেউলাবাড়ী, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় পৃথক এ ঘটনা ঘটে।

কুমিল্লার চান্দিনা প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম মহসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় শুক্রবার সকাল ৭টার দিকে বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র ও সংবাদপত্রের ২ কর্মী নিহত হয়েছেন।

নিহতরা হলেন- রাজধানীর তিতুমীর কলেজছাত্র ঢাকার গুলশানের জিপি-খ ১৫ শাহজাদপুর এলাকার জাকির হোসেনের ছেলে মাহবুব হোসেন দিনার (১৮), দৈনিক আমাদের সময় পত্রিকার অফিস সহকারী গুলশানের শাহজাদপুর বাঁশতলা এলাকার কালু মিয়া সিকদারের ছেলে মো. হিরণ (২০) ও একই পত্রিকার অফিস সহকারী ঢাকার রামপুরা এলাকার ফিরোজ মিয়ার ছেলে শাকিল আহমেদ (২২)।

নিহত শাকিল আহমেদের গ্রামের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর গ্রামে।

হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রফিক জানান, ঢাকা থেকে কুমিল্লাগামী মোটরসাইকেলটি শুক্রবার সকাল সাড়ে ৭টায় মহাসড়কের ছয়ঘড়িয়া এলাকায় পৌঁছলে ঢাকাগামী যাত্রীবাহী বাস সেটিকে চাপা দেয়। এতে তিন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় বাসের ইঞ্জিনে আগুন ধরে গেলে স্থানীয়রা তা নিয়ন্ত্রণে আনে।

পুলিশ নিহতদের মৃতদেহ উদ্ধার ও ঘাতক বাসটি আটক করে থানায় নিয়ে যায়।

নিহত সংবাদকর্মী শাকিল আহমেদের বড় বোন জানান, তার ভাইসহ অন্য দু’জন অফিসের কাজে কুমিল্লায় যাচ্ছিল।

টাঙ্গাইল প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১১ জন।

এলাকায় শুক্রবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাসচালক কবির হোসেন (৩২) ও বাসের হেলপার জুয়াহের (২৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ছেড়ে আসা মহানগর পরিবহনের এক যাত্রীবাহী বাস অপরদিক থেকে আসা লাকড়িবোঝাই নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের হেলপার নিহত হন। আহত হন আরো ১২ জন।

পরে আহতদের উদ্ধার করে মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পথের মধ্যে বাসচালকের মৃত্যু হয়।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হেলালুল ইসলাম বলেন, আমরা এখন পর্যন্ত ২ দু’জনের মৃত্যুর খবর পেয়েছি। আরো কয়েকজনকে আশঙ্কাজন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এদিকে নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় বৃহস্পতিবার রাত ২টায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা স্বামী-স্ত্রী নিহত ও একজন আহত হয়েছেন।

রডবোঝাই একটি ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে এ হতাহততের ঘটনা ঘটে। পুলিশ ট্রাকচালক দেলোয়ার হোসেনকে আটক করেছে।

নিহতরা হলেন- ব্যবসায়ী আলমগীর হোসেন (৪৫) ও তার স্ত্রী হাসনা শিল্পী (৩৮)।

আহত হয়েছেন গাড়ির চালক বাবুল মিয়া। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের পরিবার, প্রাইভেটকারের চালক বাবুল ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রোখসানা আক্তার বাংলানিউজকে জানান, ব্যবসায়ী আলমগীর হোসেন ও তার স্ত্রী হাসনা শিল্পী বৃহস্পতিবার রাতে সোনারগাঁও উপজেলার ঝাউচরা এলাকায় এক বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলেন।

সেখান থেকে রাত ২টার দিকে তাদের নিজ প্রাইভেটকারযোগে (ঢাকা মেট্রো-গ-৩৯৫১) ঢাকায় ফিরছিলেন। ওই সময় গাড়ির চালক বাবুল মিয়াকে পেছনের সিটে বসিয়ে আলমগীর হোসেন নিজেই গাড়ি চালাচ্ছিলেন। পাশের সিটে বসা ছিলেন হাসনা শিল্পী।

তাদের গাড়ির সামনে ছিল ঢাকামুখী রডবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-৫৬৪২)।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল বাসস্ট্যান্ড এলাকায় রডবোঝাই ট্রাকটি কোনো সঙ্কেত না দিয়ে হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা প্রাইভেটকারটি সেটির সঙ্গে জোরে ধাক্কা খায়।

এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে ট্রাকের নিচে ঢুকে গেলে ঘটনাস্থলেই আলমগীর হোসেন ও হাসনা শিল্পী নিহত হন।

দুর্ঘটনার পর প্রায় আধঘণ্টা মহাসড়কের ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে দুঘর্টনাকবলিত গাড়ি দু’টি সরিয়ে নিলে তা স্বাভাবিক হয়।

বাংলাদেশ