তুরস্কে অনুষ্ঠিত জি-২০ সম্মেলন শেষে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্যারিস হামলার ভয়াবহতা এবং ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধে চরম অবনতিশীল পরিস্থিতির কথা উল্লেখ করেন। মধ্যপ্রাচ্যের জঙ্গীদের বিরুদ্ধে লড়ার জন্য মার্কিন স্থল সেনা পাঠানো উচিত হবে না বলেও মন্তব্য করেন।
তিনি বলেন, ‘ইসলামিক স্টেট (আইএস) জঙ্গীদের দমনে যুক্তরাষ্ট্র আনুমানিক ৫০ হাজার স্থল সেনা সিরিয়াতে পাঠাতে পারে। কিন্তু সিরিয়া যদি স্থায়ী ভাবে যুক্তরাষ্ট্রের দখলে না থাকে, তাহলে ঐ কৌশল কোন কাজে আসবে না। আমরা এমন পদক্ষেপ গ্রহন করব যা রাজনৈতিক ভাবে কার্যকর এবং আমরা তাই করবো যা আমেরিকাকে নিরাপদ রাখবে।’
অন্যদিকে, ইসলামিক স্টেটের (আইএস) হামলার হুমকীকে তিনি অবহেলা করছেন না, এমন মন্তব্য করে ওবামা বলেন- ‘যদি স্বেচ্ছায় মরতে চায় এমন মানুষ থাকে, তাহলে তারা অনেক মানুষ মারতে পারে।’ সূত্র : ভোআ