সিরিয়া অভিযানে বিমানবাহী জাহাজ মোতায়েন করবে ফ্রান্স

সিরিয়া অভিযানে বিমানবাহী জাহাজ মোতায়েন করবে ফ্রান্স

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ সোমবার বলেছেন, তারা সিরিয়ায় অভিযান জোরদারে 18পূর্ব ভূ-মধ্যসাগরে চার্লস দ্য গ্যল যুদ্ধ জাহাজ মোতায়েন করবে। ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে প্যারিসের বিমান অভিযান জোরদারের অংশ হিসেবে এটা করা হচ্ছে।
ফ্রান্সের রাজধানীতে ভয়াবহ হামলার ঘটনার পর সর্বশেষ এ পদক্ষেপ নেয়া হয়। সেখানে হামলায় ১২৯ জন নিহত ও আরো কয়েকশ’ লোক আহত হয়। জিহাদি গ্রুপ এ হামলার দায় স্বীকার করে।
প্যারিসের বাইরে ভার্সাইতে আইনপ্রনেতাদের উদ্দেশে ফ্রাসোঁয়া ওলাঁদ বলেন, ‘এ যুদ্ধ জাহাজ ভূ-মধ্যসাগরের উদ্দেশে আগামী বৃহস্পতিবার যাত্রা করবে। জাহাজটি মোতায়েনের ফলে সেখানে অভিযানের ক্ষেত্রে তিনগুণ ক্ষমতা বাড়বে।’
ফ্রান্সের পতাকাবাহী জাহাজটি সিরিয়া বা লেবাননের কাছে তার গন্তব্য স্থলে পৌঁছাতে কয়েকদিন সময় লাগবে।
২৬ টি যুদ্ধবিমান ধারণ ক্ষমতা সম্পন্ন পারমানবিক শক্তি চালিত এই জাহাজ মোতায়েন করায় বিমান হামলা চালানোর ক্ষেত্রে ফ্রান্সের ক্ষমতা অনেক বেড়ে যাবে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানে অবস্থানরত ফ্রান্সের ১২টি যুদ্ধবিমানের সাথে এগুলো যুক্ত হবে।
প্যারিসে শুক্রবারের ভয়াবহ হামলার পর ওলাঁদ বলেন, মোট ৩৮ টি যুদ্ধবিমানের সাহায্যে ফ্রান্স সিরিয়ায় তাদের অভিযান পরিচালনা করবে।
সিরিয়ার উত্তরাঞ্চলে জিহাদিদের কার্যত রাজধানীতে রোববার ফ্রান্সের যুদ্ধবিমান হামলা চালায়। সূত্র: বাসস

Featured আন্তর্জাতিক