সন্ত্রাসীদের দেখামাত্র গুলির প্রশিক্ষণ নিচ্ছে অস্ট্রেলীয় পুলিশ

সন্ত্রাসীদের দেখামাত্র গুলির প্রশিক্ষণ নিচ্ছে অস্ট্রেলীয় পুলিশ

অস্ট্রেলীয় পুলিশ সন্ত্রাসীদের দেখামাত্র গুলির প্রশিক্ষণ নিচ্ছে। মঙ্গলবার এ তথ্য প্রকাশ করা 19হয়।
আরো হামলার আশংকায় সন্ত্রাসীদের থামিয়ে তাদের সাথে কথা বলার পূর্বের অবস্থান থেকে সরে এসে কর্তৃপক্ষ জঙ্গিদের দেখামাত্র গুলির সিদ্ধান্ত নিয়েছে।
ইসলামিক স্টেটের(আইএস) মতো জঙ্গি গ্রুপগুলোর দ্বারা উৎসাহিত হয়ে সন্ত্রাসীরা ভয়াবহ হামলা চালাতে পারে, অস্ট্রেলীয় কর্তৃপক্ষের মাঝে এ আশংকা দিন দিনই জোরালো হচ্ছে। ফলে দেশটি সন্ত্রাস বিরোধী আইনও আরো কঠোর করছে।
সরকারের হিসেব অনুযায়ী গত ১২ মাসে অস্ট্রেলিয়া ৬টি জঙ্গি হামলা নস্যাৎ করতে পেরেছে। কিন্তু কয়েকটিতে ব্যর্থ হয়েছে। এরমধ্যে গত মাসে সিডনিতে পুলিশের ওপর হামলা ও পুলিশ কর্মীকে হত্যার ঘটনা রয়েছে। এ প্রেক্ষাপটে দেশটির সবচেয়ে জনবহুল নিউ সাউথ ওয়েলস রাজ্যে পুলিশকে সশস্ত্র হামলাকারীদের দেখামাত্র গুলি করার প্রশিক্ষণ দেয়ার কাজ শুরু করা হয়েছে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ বলেন, পুলিশ বাহিনীকে আরো শক্তিশালী করা প্রয়োজন যেন তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে।
তিনি বলেন, বর্বর সন্ত্রাসীদের সাথে কোন আলোচনা নয়। আর আমি মনে করি অস্ট্রেলিয়ার আইন প্রয়োগকারী সকল সংস্থার সব ধরণের ক্ষমতা থাকতে হবে যেন তারা নিজ দেশের সকলের নিরাপত্তাও নিশ্চিত করতে পারে।
নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমিশনার নিক কালডাস বলেন, তবে দেখামাত্র গুলির সিদ্ধান্ত সকল অবস্থাতেই কার্যকর হবে না।
গত এক বছর আগে থেকেই অস্ট্রেলিয়া সন্ত্রাসী হামলার বিষয়ে সর্বোচ্চ সর্তকাবস্থায় রয়েছে। চালু করেছে জাতীয় নিরাপত্তা আইন এবং চালিয়েছে কয়েকটি সন্ত্রাস বিরোধী অভিযান।
মেলবোর্নে ২০১৪ সালের সেপ্টেম্বরে সন্ত্রাসীরা দুই পুলিশ কর্মীকে ছুরি হামলা চালিয়ে হত্যার পর থেকে এসব পদক্ষেপ নেয়া হয়।

Featured আন্তর্জাতিক