বিদ্যুৎ উৎপাদনে অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় দেশে মোট ৬ হাজার ৬৫.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) জনসংযোগ পরিদফতরের পরিচালক সাইফুল হাসান চৌধুরী।
তিনি জানান, বৃহস্পতিবার গ্যাস সরবরাহ নিয়মিত থাকায় উৎপাদনে এই নতুন রেকর্ড গড়া সম্ভব হয়েছে।
পিডিবির জনসংযোগ পরিদফতরের তথ্য অনুযায়ী, বুধবার দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছিল রাত ৮টায় ৫ হাজার ৪শ’ ১৯ মেগাওয়াট। এর আগে গত ১৬ মার্চ ৫ হাজার ৫শ’ ৬৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় উৎপাদন বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৯শ’ মেগাওয়াটে। ৭টায় এ পরিমাণ আরো বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৩০ মেগাওয়াটে।
এ মুহূর্তে দেশের কোথাও লোডশেডিং নেই বলেও জানান পিডিবি’র জনসংযোগ পরিদফতরের পরিচালক সাইফুল হাসান চৌধুরী।