সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিজ্ঞ আইনজীবী নিয়োগ দেওয়ার মাধ্যমে ট্রাইব্যুনালকে শক্তিশালী করতে হবে।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা জেলা শাখা আয়োজিত ‘পাকিস্তানি এজেন্ট বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক রাজনীতি : স্বাধীনতা, গণতন্ত্র, পবিত্র সংসদ অবহেলিত’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি অরো বলেন, যুদ্ধাপরাধীদের বিচারে আদালতে জিততে হবে। শুধু মাঠ উত্তাল করে লাভ নেই। সেজন্য সাক্ষীরা যাতে ট্রাইব্যুনালে আসেন এবং আসতে পারেন সে ব্যবস্থা করতে হবে।
যারা সংসদে গিয়ে অশালীন কথা বলেন, তাদের বিরুদ্ধে সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকারের প্রতি আহবান জানিয়ে নাসিম বলেন, সংসদকে অকার্যকর ও অচল করার কৌশল নিয়ে বিএনপি সংসদে গিয়েছে।
তিনি বলেন, খালেদা জিয়া বৃহস্পতিবার ক্রিকেট খেলার মাঠে গিয়েছেন। পাকিস্তানিদের দেখানোর জন্য যে, তিনি এখনও তাদেরই রয়েছেন।
সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারের জন্য বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘দ্রুত অপরাধীদের বিচার করুন। প্রয়োজনে তদন্ত কর্মকর্তা পরিবর্তন করুন। তা না হলে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ হবে। সরকার ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজের কাছ থেকে কোনো সহযোগিতা পাবে না।
আয়োজক সংগঠনের আহ্বায়ক আকরাম হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম, চিত্রনায়ক ফারুক, বঙ্গবন্ধু একাডেমির চেয়ারম্যান হেমায়েত উদ্দিন বীরবিক্রম প্রমুখ।