বিবাদের জেরে রিয়াল ছাড়তে চান রোনাল্ডো!

বিবাদের জেরে রিয়াল ছাড়তে চান রোনাল্ডো!

অতীতে বহুবার হাওয়া উঠেছে। আবার থেমেও গিয়েছে ধীরে ধীরে। কিন্তু এবার বোধহয় 7দলের সেরা তারকাকে আর আটকাতে পারবে না রিয়াল মাদ্রিদ। খুব সম্ভবত চলতি মরশুম শেষ হলেই স্পেনের সফলতম ক্লাব ছেড়ে নতুন ঠিকানায় পাড়ি দেবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এমন খবরই প্রকাশ করেছে ইংল্যান্ডের অনলাইন পত্রিকা ‘দ্য সান’। নিজের সিদ্ধান্তে রোনাল্ডো নাকি এতোটাই দৃঢ় যে, কার্যত বাধ্য হয়েই পর্তুগিজ অধিনায়ককে ছেড়ে দেওয়ার সম্মতি জানিয়েছে রিয়াল কর্তৃপক্ষ। ২০০৯ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে যে দরের বিনিময়ে চুক্তিবদ্ধ করানো হয়েছিল, সেই ৮কোটি পাউন্ডেই তাকে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে।

আসলে এই মুহূর্তে সান্তিয়াগো বের্নাব্যুতে মোটেও সুখে নেই রোনাল্ডো। ফিফা ব্যালন ডি’অর জয়ী মহাতারকার সঙ্গে রিয়ালের দ্বন্দ্বের সূত্রপাত গত মরশুমের শেষদিকে। ২০১৪-১৫ মরশুমে লা গ্যালাকটিকোরা বড় কোন খেতাব জিততে না পারায় বরখাস্ত করা হয় সেই সময়ের কোচ কার্লোস আনসেলোত্তিকে। আর তাতেই মেজাজ বিগড়ে যায় ‘সিআর সেভেন’-এর। আর তাতে মাত্রা জোগায় নতুন কোচ রাফায়েল বেনিতেজের সঙ্গে সম্পর্কের শীতলতা। সেভিয়ার কাছে মরশুমে প্রথমবার হারের পর বেনিতেজ কড়া সমালোচনা করেন রোনাল্ডোর পারফরম্যান্সের। রোনাল্ডোও ছেড়ে কথা বলেননি। তিনি পালটা শুনিয়ে দেন, ‘এই কোচের অধীনে দল কোনকিছুই জিততে পারবে না।’ আর তারপরই রিয়াল ছাড়তে সক্রিয় হয়ে ওঠেন পর্তুগিজ তারকা। তার গন্তব্যের তালিকায় সবার আগে রয়েছে প্যারিস সাঁজা (পিএসজি), তারপর নিজের প্রিয় ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সম্প্রতি রিয়ালের সঙ্গে রোনাল্ডোর ঝামেলার ব্যাপারটি আরো পরিষ্কার হয়ে যায় পিএসজি-র বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে। খেলার শেষে পিএসজি কোচ লরা ব্লাঁর সঙ্গে কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বেশকিছু কথা বলতে দেখা যায় রোনাল্ডোকে। পাশাপাশি আবার তার জীবনী নিয়ে চলচ্চিত্রের প্রথম প্রদর্শনীর দিন আমন্ত্রণ জানানো হয়েছিল আনসেলোত্তিকে। পরে তিনবারের ব্যালন ডি’অর জয়ী তারকা নিজের টুইটারে লেখেন, ‘অসাধারণ কোচ, দারুণ একজন মানুষ আনসেলোত্তি। আশা করি তার সঙ্গে আগামী মরশুমে একসঙ্গে কাজ করতে পারবো।’ আর এই টুইটারটির পর রোনাল্ডোর রিয়াল ছাড়ার বিষয়টি আরও পরিষ্কার হয়ে যায়। ৩০বছর বয়সী তারকা ফরোয়ার্ডকে পেতে ইতিমধ্যে উঠেপড়ে লেগেছে পিএসজি ও ম্যান ইউ। আরেক ইংলিশ ক্লাব চেলসিও তাকে পেতে আগ্রহী। অবশ্য এখনও পর্যন্ত কোনো দলের দায়িত্বে না থাকা আনসেলোত্তির ইংলিশ ক্লাবে যাওয়ার পরিকল্পনা থাকায় রোনাল্ডোরও প্রিমিয়ার লিগে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল।- সংবাদমাধ্যম

Featured খেলাধূলা