নিরাপত্তা জোরদার: বাড়ছে মেটাল ডিটেক্টরের ব্যবহার

নিরাপত্তা জোরদার: বাড়ছে মেটাল ডিটেক্টরের ব্যবহার

নিরাপত্তা জোরদার করতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, মার্কেট ও ব্যাংকে বসানো 9হয়েছে মেটাল ডিটেক্টর গেট।
সংশ্লিষ্টরা বলছেন, এই গেটগুলো থাকার কারণে নিরাপত্তার ক্ষেত্রে অনেকটা নিশ্চিন্ত তারা। রাজধানীবাসী বলছেন, হাতে পরীক্ষার চেয়ে ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষা হওয়াতে তারা বেশি স্বস্তি বোধ করেন।
এদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি বলছে, যে কোন ইলেকট্রনিক্স গেট অপরাধী শনাক্ত করতে কার্যকরী ভূমিকা পালন করতে সক্ষম।
মেটাল ডিটেক্টর, একটি নিরাপত্তা গেট। কেউ আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র, বিস্ফোরক দ্রব্য বা নাশকতামূলক কিছু নিয়ে ভেতরে প্রবেশ করলেই সঙ্গে সঙ্গে বেজে উঠবে সিগনাল বাতি। যার মাধ্যমে দ্রুত চিনে ফেলা সম্ভব নাশকতাকারীদের।
রাজধানীবাসী বলছেন, জনগণের নিরাপত্তার স্বার্থে প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা গেট বসানো দরকার।
ডিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এস এম জাহাঙ্গীর আলম সরকার জানান, নিরাপত্তা গেটের মাধ্যমে অপরাধীদের দ্রুত শনাক্ত করতে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করবেন তারা।
বিশেষজ্ঞরা বলছেন, দেশে অরাজকতা সৃষ্টি করতে অপরাধীরা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনা করতে পারে। তাই অপরাধীদের কূটকৌশল রুখতে এখনই সবাইকে সচেতন হওয়ার পরামর্শ তাদের। সূত্র: সময় টিভি

Featured বাংলাদেশ