নেদারল্যান্ডের রাণী ম্যাক্সিমা জোরেগুইয়েটা সেরুটি দারিদ্র্য হ্রাস, অর্থনৈতিক উন্নয়ন লাভ এবং নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বৈশ্বিক প্রয়াসে সমর্থন দেয়ার জন্য ৩ দিনের সফরে সোমবার ঢাকায় এসেছেন। জাতিসংঘ মহাসচিবের আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক বিশেষ উপদেষ্টা রাণীকে বহনকারী একটি বিশেষ বিমান সোমবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বিমানবন্দরে রাণীকে স্বাগত জানান। এর আগে ইউএনডিপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাণী ম্যাক্সিমা উন্নয়ন সংক্রান্ত অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ উপদেষ্টা হিসেবে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে বাংলাদেশ সফরে এসেছেন।
এতে বলা হয়, প্রত্যেকের জন্য আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি এবং কর্মসূচি জোরদারের জন্য রাণী ম্যাক্সিমার বৈশ্বিক প্রয়াসের অংশ হিসেবে বাংলাদেশে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। এ সফরে আর্থিক ব্যবস্থায় বঞ্চিত জনসংখ্যা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের জন্য ক্ষুদ্র অর্থায়ন জোরদার এবং মোবাইল অর্থসেবার অগ্রগতি বিষয়ে গুরুত্বারোপ করা হবে। এ সফরকালে রাণী ম্যাক্সিমা রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি ব্র্যাকের চেয়ারপার্সন স্যার ফজলে হোসেন আবেদ ও বাংলাদেশ সরকারের সিনিয়র কর্মকর্তা, উন্নয়ন অংশীদার এবং সুশীল সমাজ ও বেসরকারি খাতে ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।