ইসলামিক স্টেটকে গোড়া থেকে নির্মূল করতে রাশিয়া ও আমেরিকাকে ফ্রান্সের পাশে থাকার অনুরোধ করলেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদে। প্যারিস হামলা পালটা মার দিতে সিরিয়া জুড়ে বেছে বেছে আইএস ঘাঁটি বোমাবর্ষণে ঝাঁঝরা করে দিচ্ছে ফ্রান্সের বায়ুসেনা। এবার আরও বড় আকারের অভিযান চালাতেই আমেরিকা ও রাশিয়ার সামরিক সাহায্য চাইল ফ্রান্স। কয়েকদিনের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন ফ্রাঁসোয়া ওলাঁদে।
ফ্রান্সের পার্লামেন্টে এক যৌথ অধিবেশনে প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদে বলেন, ‘ফ্রান্স এখন যুদ্ধের মুখোমুখি। আমরা কোনও জাতির সঙ্গে যুদ্ধে জড়াইনি। কারণ, ওই খুনীরা কোনও জাতির নয়। আমরা জেহাদি সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি।’ তিনি আশ্বাস দেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সন্ত্রাসবরোধী আইনকানুন আরও মজবুত করতে কেন্দ্রীয় বরাদ্দ বাড়ানো হবে। প্যারিসে গত শুক্রবার আইএস জঙ্গিদের হামলায় ১২৯ জন প্রাণ হারান। তারপর থেকে পালটা মারের নীতি রাকা-সহ সিরিয়ার অন্যান্য আইএস ঘাঁটিতে ভারী বোমাবর্ষণ শুরু করেছে ফ্রান্স।