প্রত্যাশামতই চিন্নাস্বামীতে চতুর্থ দিনের খেলাও বাতিল৷ ফলে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট নিশ্চিত ড্র’য়ের পথে৷ বুধবার পঞ্চম দিন পুরো খেলা হলেও ম্যাচের নিষ্পত্তি হওয়া সম্ভব নয়৷ সুতরাং চার টেস্টের সিরিজে ১-০ এগিয়ে থেকে নাগপুরে তৃতীয় টেস্টে নামবে বিরাটবাহিনী ৷
চিন্নাস্বামী টেস্টে বৃষ্টি থাবা বসাবে, এমন পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর ৷ কিন্তু ৩ দিন পুরো নষ্ট করে দেবে এমনটা ভাবা যায়নি৷প্রথম দিন খেলা হলেও ম্যাচের দ্বিতীয় দিন থেকে থাবা বসায় বৃষ্টি৷ টানা ৩ দিন বৃষ্টির জন্য একটিও বল গড়ায়নি৷ চিন্নাস্বামীতে টস জিতে বোলিং নিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷ রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার স্পিনে ২১৪ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস৷ জবাবে কোন উইকেট না-হারিয়ে প্রথম দিনের শেষে ৮০ রান তোল ভারত৷ কিন্তু তার পর থেকে চিন্নাস্বামীর বাইশ গজে আর বল গড়ায়নি ৷