থাপাকে ১০ বছরের নির্বাসনে পাঠাল ফিফা

থাপাকে ১০ বছরের নির্বাসনে পাঠাল ফিফা

শেষ দু’দশক ধরে এশিয়ান ফুটবলে রাজত্ত্ব করেছেন গনেশ থাপা৷নেপাল ফুটবল 15অ্যাসোসিয়েশনের সভাপতি থাপাই এবার জড়িয়ে গেলেন ঘুষ কাণ্ডে৷শেষ ১৯ বছর নেপাল ফুটবলের মাথায় বসে কোটি-কোটি টাকা তছরুপ করেছেন থাপা৷এমনটাই অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে৷থাপার বিরুদ্ধে তদন্তেও নেমেছিল ফিফা৷অভিযোগ প্রমাণিত হল তার বিরুদ্ধে৷আপাতত দশ বছরের জন্য ফিফা থাপাকে নির্বাসিত করল৷

যদিও আগেই সভাপতি পদ থেকে সড়ে দাঁড়িয়েছিলেন থাপা৷ফিফা-র আর্থিক কেলেঙ্কারির প্রচ্ছন্ন ছায়া এখন নেপালেও৷ব্লাটারের পর নেপালি থাপার এই কাজের জন্যই বিদেশের মিডিয়াতেও থাপা খবরের শিরোনামে৷২০০৯ ও ১১ সালে এশিয়ান কনফেডারেসন কংগ্রেসের হয়ে ফিফা-র এগজিকিউটিভ কমিটিতে যুক্ত ছিলেন থাপা৷তার দুর্নীতি সম্বন্ধে ফিফার এথিক্স কমিটির বিবৃতি বলছে,‘ব্যক্তিগত ও পারিবারিক স্বার্থে অন্য আধিকারিকদের কাছ থেকে আর্থিক সুযোগ সুবিধে নিয়েছিলেন গণেশ। ২০০৯ ও ২০১১ সালে এগজিকিউটিভ কমিটির নির্বাচনেও ঘুষ নিয়েছিলেন থাপা। সে জন্য প্রায় ১৩ লক্ষ ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে গণেশকে।’ এদিকে, বিশ্বকাপের যোগ্যতা–অর্জন পর্বের ম্যাচে গড়াপেটার অভিযোগ উঠেছে অধিনায়ক সাগর থাপা–সহ পাঁচ ফুটবলারের বিরুদ্ধে৷- সংবাদমাধ্যম

Featured খেলাধূলা