নানা কর্মসূচির মধ্য দিয়ে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে দেশ বিদেশ থেকে আগত মওলানা ভাসানীর ভক্তদের পদচারনায় মুখরিত হয়ে উঠে টাঙ্গাইলের সন্তোষে চিরনিদ্রায় শায়িত মজলুম জননেতার মাজার প্রাঙ্গন। ভক্তদের দেয়া ভালোবাসার ফুলে ফুলে ছেয়ে যায় সমাধিস্থল।
মঙ্গলবার সকালে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন মাজারে পুস্পস্তবক অর্পন করে দোয়া ও মোনাজাত করে।
এরপর মওলানা ভাসানীর পরিবারের সদস্য, ভাসানী প্রতিষ্ঠিত সংগঠন খোদা-ই- খেদমতগার, ভাসানী স্মৃতি সংসদ, ভাসানী ফাউন্ডেশন, টাঙ্গাইল প্রেস ক্লাব, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কাস পার্টি, ন্যাপ ভাসানী, কৃষক শ্রমিক জনতা লীগ, ভাসানী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনতা মহান এ নেতার মাজারে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন এবং দোয়া ও মোনাজাত করেন।
এ ছাড়া শোক র্যা লি, পাঁচ দিনব্যাপী ভাসানী মেলা, বাউল গান, আলোচনা সভা ও ভাসানী ঐতিহ্যবাহী রান্না খিচুরী বিতরনসহ দিনব্যাপী নানা আয়োজন করা হয়।
উল্লেখ্য, ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই দেশবরেণ্য নেতা ৯৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তাকে টাঙ্গাইলের সন্তোষে দাফন করা হয়। তিনি ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাজী শরাফত আলী খান। তিনি আমৃত্যু কৃষক শ্রমিক মেহনতি মানুষের জন্য সংগ্রাম করেছেন।