৪৩ বছর পর ইউরো খেলবে হাঙ্গেরি

৪৩ বছর পর ইউরো খেলবে হাঙ্গেরি

ফের খবরের শিরোনামে পুসকাসের দেশ হাঙ্গেরি৷কারণ তারা ৩০ বছর পর ফের ফুটবলের 13কোনও মেজর টুর্নামেন্ট খেলার টিকিট পেল৷১৯৮৬ বিশ্বকাপের পর এই প্রথম ইউরোর মতো টুর্নামেন্ট খেলবে তারা৷১৯৭২-এ শেষবার তারা ইউরোপ সেরার লড়াইয়ে নেমেছিল৷ সোমবার নরওয়েকে ২-১ হারিয়েই ইউরোর টিকিট পেল হাঙ্গেরি৷

এদিন হাঙ্গেরির ফুটবলের ‘নবজাগরণ’ ঘটানোর দুই কারিগর হিসেবে সোনালী অক্ষরে নাম লেখা থাকবে টামাস প্রিস্কিন৷১৪ মিনিটে তার গোলেই এগিয়ে যায় হাঙ্গেরি৷প্রথমার্ধে খেলা ১-০ শেষ হয়৷ দ্বিতীয়ার্ধের ৮৩ মিনিটে মার্কাস হেনরিকসেনের আত্মঘাতী গোলে স্কোরলাইন ২-১ হয়ে হাঙ্গেরির৷এরপর ৮৭ মিনিটে এই হেনরিকসেন ব্যবধান কমালেও ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে৷হাঙ্গেরি দু’লেগ মিলিয়ে ৩-১ ম্যাচ জিতল৷- সংবাদমাধ্যম

Featured খেলাধূলা