দশম জাতীয় সংসদের চলতি অধিবেশনে রবিবার রাতে দুটি বিল পাস হয়েছে। এর মধ্যে টাকার নোটকে সরকারি মুদ্রায় রূপান্তরের বিধানে করে সংসদে বাংলাদেশ কয়েনেজ (সংশোধন) বিল- ২০১৫ পাস করা হয়েছে। একইভাবে দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন খাতে উন্নয়নমূলক সারচার্জ ও লেভী আরোপ, আদায় এবং আনুষঙ্গিক বিষয়ে বিধান করে সংসদে উন্নয়ন সারচার্জ ও লেভী (আরোপ ও আদায়) বিল- ২০১৫ পাস করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বিল ২টি পাসের প্রস্তাব করেন। এর মধ্যে বাংলাদেশ কয়েনেজ (সংশোধন) বিলে বিদ্যমান আইনের আর্টিকেল ৪-এর টু (দুই) শব্দের পরিবর্তে ফাইভ (পাঁচ) শব্দ প্রতিস্থাপন করা হয়। এছাড়া বিলে বিদ্যমান আইনের আর্টিকেল ৫-এ উলে¬খিত টু টাকা শব্দগুলোর পূর্বে ফাইভ টাকা কয়েনস শব্দগুলো সন্নিবেশ করা হয়।
বিলের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে ২ টাকার ক্রয়ক্ষমতা আগের চেয়ে হ্রাস পাওয়ায় বিলে ৫ টাকার নোটকে সরকারি মুদ্রায় রূপান্তরের প্রস্তাব করা হয়েছে। এ প্রস্তাব বাস্তবায়িত হলে দেশের মোট অর্থের যোগান অপরিবর্তিত থাকবে। এর ফলে মূল্যস্ফীতিজনিত প্রভাব হবে না। তিনি বলেন, ১৯৭৪-৭৫ সালে বাজারে প্রচলিত মোট অর্থের মধ্যে সরকারি মুদ্রার পরিমাণ ছিল ১০.৭০ শতাংশ, যা ২০১৩-১৪ অর্থ বছর শেষে ০.৯০ শতাংশে নেমে এসেছে। ৫ টাকা মূল্যমানের নোট ও কয়েনগুলোকে সরকারি মুদ্রায় রূপান্তর করা হলে সরকারি মুদ্রার পরিমাণ বাজারে প্রচলিত মোট মুদ্রার ১.৫০ শতাংশে উন্নীত হবে।
জাতীয় পার্টির ফখরুল ইমাম, নুরুল ইসলাম ওমর, কাজী ফিরোজ রশীদ, নুরুল ইসলাম মিলন, স্বতন্ত্র সদস্য হাজী মোহাম্মদ সেলিম ও আবদুল মতিন বিলের ওপর জনমত যাচাই বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।
এদিকে দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন খাতে উন্নয়নমূলক সারচার্জ ও লেভী আরোপ, আদায় এবং আনুষঙ্গিক বিষয়ে বিধান করে সংসদে উন্নয়ন সারচার্জ ও লেভী (আরোপ ও আদায়) বিল- ২০১৫ পাস করা হয়েছে। বিলের প্রথম তফসিলের কলাম ২ এ বর্ণিত বিষয়ের ওপর কলাম ৩ এ উল্লেখিত হারে উন্নয়ন সারচার্জ আরোপের বিধান করা হয়। এক্ষেত্রে মোবাইল অপারেটর কর্তৃক সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার বিনিময়ে প্রাপ্ত সমুদয় অর্থ বা আয়ের ওপর ১ শতাংশ হারে সারচার্জ আরোপ করা হয়।
বিলের ২য় তফসিলে বর্ণিত বিষয়ের ওপর কলাম ৩ এ উল্লেখিত হারে লেভী আরোপের বিধান করা হয়।
বিলে বলা হয়, সরকার গেজেট বিজ্ঞাপনের মাধ্যমে আরোপিত শর্তে ও নির্ধারিত মেয়াদে বিলে উলে¬খিত ধারা ৩ এর অধীন আরোপিত উন্নয়ন সারচার্জ ও লেভী আদায় করতে পারবে। সরকার সময় সময় গেজেট বিজ্ঞাপনের মাধ্যমে এ তফসিল সংশোধন করতে পারবে।
জাতীয় পার্টির ফখরুল ইমাম, নুরুল ইসলাম ওমর, কাজী ফিরোজ রশীদ, নুরুল ইসলাম মিলন, স্বতন্ত্র সদস্য হাজী মোহাম্মদ সেলিম, রুস্তম আলী ফরায়েজী ও আবদুল মতিন বিলের ওপর জনমত যাচাই বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে একটি প্রস্তাব গৃহীত হয়। বাকি প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।