যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রাটিক দলের মনোনয়ন-প্রত্যাশী হিলারি ক্লিনটন জিহাদিদের বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২৯ জন নিহত হওয়ার ঘটনার পর তিনি এ আহ্বান জানান। ইসলামি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) শুক্রবারের এ হামলার দায় স্বীকার করেছে।
আইওয়ার দেস মোইনাসে এক টেলিভিশন বিতর্কে হিলারি ক্লিনটন বলেন, চরমপন্থী জিহাদি মতবাদ, যা আইএসের মতো সংগঠন গড়তে উদ্বুদ্ধ করে তা অবশ্যই আমাদের সমূলে উৎপাটন করতে হবে। এ জন্য বিশ্বকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, এমনটা অব্যাহতভাবে চলতে পারে না। এদেরকে অবশ্যই পরাজিত করতে হবে। তবে তিনি এও বলেন, সব মুসলমানকে শত্রু ভাবা ঠিক হবে না এবং এটা খুবই গুরুত্বপূর্ণ।
হিলারি ক্লিনটন বলেন, আমরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করছি না। আমরা যুদ্ধ করছি সহিংস চরমপন্থীদের বিরুদ্ধে।
সিবিএস টেলিভিশন এ বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করে। প্যারিসে হামলায় নিহতদের প্রতি সম্মান জানাতে কয়েক মুহূর্ত নীরবতা পালনের মধ্য দিয়ে বিতর্ক অনুষ্ঠান শুরু হয়।
আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়ন প্রত্যাশীদের এটা দ্বিতীয় টেলিভিশন বিতর্ক অনুষ্ঠান। প্রতিদ্বন্দ্বী রিপাবলিকানরা ইতোমধ্যে চার দফা বিতর্ক অনুষ্ঠান করেছেন।