সহিষ্ণুতার দেশ ভারতবর্ষ। এখনও ভারতের অনেক মানুষই সহিষ্ণুতার সংস্কৃতিতেই বিশ্বাস করে চলছে। জলন্ধরে এক অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা। বিহার ভোটের প্রসঙ্গ টেনে দলাই লামা জানান, এই ফলাফলই প্রমাণ করল অধিকাংশ হিন্দু আসলে শান্তিপ্রিয় মানুষ। তাঁর এই মন্তব্যের পরই শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানউতোর। দলাই লামা কোনও দল সম্পর্কে মন্তব্য না করলেও, হইহই করে তাঁকে সমর্থন করতে শুরু করে দিয়েছে বিজেপি বিরোধীরা।
কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিতের বক্তব্য, প্রবীণ ধর্মগুরুর বক্তব্য প্রমাণ করল, বিহারে শান্তির জয় হয়েছে। জেডিইউ নেতা কেসি ত্যাগী আরও এক ধাপ এগিয়ে বলেছেন, দলাই লামার এই বক্তব্য আসলে এ দেশের উগ্র ধর্মান্ধ রাজনীতিকদের জন্য একটা কড়া জবাব এবং বার্তা।
অন্যদিকে, বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী কটাক্ষ করে বলেছেন এই মন্তব্য দলাই লামার অজ্ঞানতার পরিচয় দিয়েছে।