কয়েকদিনের বন্যায় চীনের পূর্বাঞ্চলে ঝেজিয়াং প্রদেশের এক প্রত্যন্ত গ্রামে পাহাড় ধসে ২১ জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ এখনো নিখোঁজ, তবে, জীবিত উদ্ধার হয়েছে মাত্র একজন।
যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্ঘটনার প্রায় দেড় দিন পর শুরু হয় উদ্ধার অভিযান। উদ্ধার কাজে ব্যবহার হয় এমন যন্ত্রপাতি, খাবার, আর গন্ধ শোঁকা কুকুর নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল কর্মীরা। তবে, তাতেও এখন বাধ সাধছে বন্যা। অনেক জায়গাতে পৌঁছতেই পারছে না উদ্ধার-কর্মীরা।
ধসে যাওয়া পাহাড়ের নিচে জীবিতদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে ২ হাজারেরও বেশি দমকল কর্মী। যদিও এখনো পর্যন্ত মাত্র একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেছে।
স্থানীয় গণমাধ্যম জানাচ্ছে, এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন, যাদের বেশিরভাগই বয়স্ক মানুষ ও শিশু। সূত্র : বিবিসি বাংলা