ঈগলস অব ডেথ মেটালের গানের তালে নাচতে নাচতে হঠাৎই শুনতে পেলেন আচমকা খুব কাছ থেকে কেউ সশব্দে বন্দুক লোড করল। চোখের পলকে শুরু হয়ে গেল বৃষ্টির মতো গুলিবর্ষণ। দৌড়ে প্রিয়তমার কাছে গিয়ে তাকে শেষবারের মতো বললেন ভালোবাসি।
এভাবেই গোলাগুলি শুরুর মুহূর্তটির বর্ণনা দিলেন প্যারিসে বাতাক্লঁ কনসার্ট হলে গান শুনতে যাওয়া ব্রিটিশ যুবক মাইকেল ও’কনর। বান্ধবীকে নিয়ে স্টেজের সামনের দিকেই বসেছিলেন। প্রচণ্ড শব্দে যখন গোলাগুলি শুরু হল, প্রথমে সেটিকে মঞ্চ থেকেই আসছে ভেবে ভুল করেছিলেন।
হঠাৎ পেছন ফিরে দুজনকে দেখতে পান, যারা হয়ত পেছনের দরজা দিয়ে় ঢুকেছিল, আর মুহূর্তেই কালাশনিকভ দিয়ে গুলি ছুড়তে শুরু করল। দৌড়ে বান্ধবীর নিয়ে একটি পায়ার এক্সিটের দিকে ছুটলেন তিনি।
একদফা গোলাগুলি শেষ হলে অনেকেই সেখান থেকে উঠে পালানোর চেষ্টা করে। কিন্তু তখনই দ্বিতীয় দফা গুলি শুরু হয়। বান্ধবীকে নিয়ে মাটিতে মরার ভান করে শুয়ে পড়েন ও’কনর।
সেই পরিস্থিতিতে বেঁচে ফিরবেন এমন আশা ছিল না, তাই শেষবারের মতো প্রিয়তমাকে বললেন ‘ভালোবাসি’। সূত্র : বিবিসি বাংলা