সচিন’স ব্লাস্টার্স – ২১৯-৫( সচিন -৫৬, সৌরভ- ৫০)
ওয়ার্ন ওয়ারিয়র্স – ২২৪-৬( ১৯.৫ ওভার)
৪ উইকেটে জয় ওয়ার্নদের ৷
সিরিজের শেষ ম্যাচেও হল না৷ ভালো ব্যাটিং করলেন অধিনায়ক সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, মাহেলা জয়াবর্ধনেরা৷ তবুও শেষ রক্ষা হল না৷ এক সময়ের দুনিয়া কাঁপানো দুই বোলার গ্লেন ম্যাকগ্রথ ও অ্যাম্বোজ পুরোপুরি ব্যর্থ৷ মূলত স্লগ ওভারে এই বোলারের অযথা রান দেওয়ার জন্য অল স্টার সিরিজের শেষ ম্যাচেও চার উইকেটে হেরে গেল সচিন’স ব্লাস্টার্স৷ নির্ধারিত ২০ ওভার ব্যাট করে পাঁচ উইকেটে ২১৯ রান করে সচিনের দল৷জবাবে ১৯.৫ ওভারে ছ’উইকেটে ২২৪ রান তুলে নেয় ওয়ার্নেরা৷ শেষ ম্যাচে হারের ফলে ৩-০তে সিরিজে হেরে গেলেন সচিনরা৷
এদিন শুরু থেকেই মারমুখী ছিলেন সেহওয়াগ ৷ তিনটি চার ও দুটো ছক্কার সাহায্যে ২৭ রান করেন৷ কিন্তু এই মারমুখী ব্যাটিং বেশিক্ষণ স্থায়ী হয়নি৷ এরপর সচিন ও জয়াবর্ধনে ভালো ব্যাটিং করেন৷ দুটে চার ও ছ’টি ছক্কা মারেন সচিন৷ পিছিয়ে ছিলেন না জয়াবর্ধনেও৷ তিনি চারটি ছক্কা মারেন৷ এরপর সৌরভ ও হুপারের সঙ্গে জুটি বাঁধেন৷হুপারও ৩৩ রান করে অপরাজিত থাকেন৷ ২২০ রানের টার্গেট নিয়ে ব্যাটিং শুরু করে শুরুতেই বিপাকে পড়ে ওয়ার্নের দল৷ শুন্য রানে আউট হন ভন৷ কিন্তু সাইমন্ডস (৩১) সঙ্গকারা (৪২), পন্টিং (৪৩) ও কালিস (৪৭) দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন৷