পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান মন্তব্য করেছেন ‘ভারতে ক্রিকেট খেলার জন্য পাকিস্তানি খেলোয়াড়দের ঝুঁকি রয়েছে’।
পাকিস্তানকে ভারতে খেলার আমন্ত্রণ জানানোর পরই এমন মন্তব্য করলেন শাহরিয়ার। সম্প্রতি বিসিসিআই থেকে মি. খানকে ফোন করে জানানো হয়েছে, তাদের সঙ্গে ক্রিকেট খেলতে ভারত সরকারের আপত্তি নেই। তবে খেলা কোনো নিরপেক্ষ ভেন্যু নয়, ভারতে হতে হবে।
ডিসেম্বরে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে একটা আলোচনা বেশ কয়েকদিন ধরে চলছে। পাকিস্তান চাইছে, তাদের দেশে না আসলে নিরপেক্ষ ভেন্যু আমিরাতে খেলা হোক। শিডিউলে সে রকমই শর্ত ছিল।
‘বিসিসিআই প্রধান আমাকে ফোন করে প্রস্তাবটি দিয়েছেন। কিন্তু এটা আমার কাছে খুবই বিরক্তির। কারণ এটা আমাদের হোম সিরিজ।’ মন্তব্য শাহরিয়ারের।
‘আর্থিক বিষয়েও একটা আলোচনার প্রস্তাব তাদের কাছ থেকে এসেছে। কিন্তু ভারত সফর করার আগে আমাকে পাকিস্তান সরকারের অনুমতি নিতে হবে। কেননা, ভারতেও আমাদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে।’ বলেন শাহরিয়ার।
শিবসেনাদের উৎপাতের কথা উল্লেখ করে শাহরিয়ার বলেন, ‘এই পরিস্থিতিতে যে কোনো পাকিস্তানির ভারত সফর নিরাপদ নয়। শিবসেনাসহ বেশ কয়েকটি গ্রুপ হামলা করতে পারে।’
নিজেদের হোম সিরিজ ভারতের খেলার ব্যাপারে পিসিবি সভাপতি নাজাম শেঠিরও ঘোর আপত্তি রয়েছে। তিনি শুক্রবার লাহোরে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘২০০২ এবং ১২ সালে আমরা ভারতে খেলতে গেছি। কিন্তু এ জন্য আমাদের কানাকড়িও দেয়া হয়নি। ভারতের প্রতিশ্রুতি রক্ষা করা উচিত। আগের কথা মতো আমাদের হোম সিরিজ আমিরাতেই হওয়া উচিত।’