প্যারিসে হামলা : এক হামলাকারী চিহ্নিত

প্যারিসে হামলা : এক হামলাকারী চিহ্নিত

ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত একজনকে চিহ্নিতের দাবি 2করেছে দেশটির কর্তৃপক্ষ। প্যারিসের প্রধান প্রসিকিউটর জানিয়েছেন, ওই হামলাকারীর নাম ওমর ইসমাইল মোস্তফাই।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ওই হামলাকারীর নাম ওমর ইসমাইল মোস্তফাই। ২৯ বছরের এই তরুণ প্যারিসের ২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত কুরকুরুন্নেস শহর থেকে এসেছেন।
প্যারিসের পাবলিক প্রসিকিউটর ফ্রাঁসোয়া মলিন্স জানিয়েছেন, মোস্তফাইয়ের বিরুদ্ধে এর আগে কোনো অপরাধের রেকর্ড নেই। তিনি কখনো জেল খাটেননি। তবে তার সঙ্গে সন্ত্রাসীদের সংশ্লিষ্টতার তথ্য ছিল পুলিশের কাছে।
তিনি বলেন, তারা কোথা থেকে, কীভাবে এসেছে, তাদের কারা অর্থ দিয়েছে- তা আমরা খুঁজে বের করব।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাতাক্লানের কনসার্ট হল থেকে মোস্তফাইয়ের হাতের আঙুল খুঁজে পাওয়া যায়। এটার ছাপ পুলিশের কাছে থাকা আঙুলের ছাপের সঙ্গে মিলে গেছে। মোস্তফাই কুরকুরুন্নেস শহর থেকে এসেছেন। শহরটি প্যারিসের ২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
এএফপি জানিয়েছে, বাতাক্লঁ কনসার্ট হল থেকে মোস্তফাইয়ের হাতের আঙ্গুল খুঁজে পাওয়া গেছে। এটার ছাপ পুলিশের কাছে থাকা আঙ্গুলের ছাপের সঙ্গে মিলে গেছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মোস্তফাইয়ের বাবা ও ভাইকে আটক করেছে। মোস্তফাইয়ের বড় ভাই ফ্রান্সের একটি পুলিশ স্টেশনে স্বেচ্ছাসেবকের কাজ করেন। ভাইয়ের সঙ্গে তার ৭ বছর ধরে যোগাযোগ নেই বলে জানিয়েছেন তিনি।
এদিকে প্যারিসে সিরিজ হামলার ঘটনায় জড়িত সন্দেহে বেলজিয়ামে ৩ জনকে আটক করা হয়েছে। তবে তাদের ব্যাপারে এখনো বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।
শুক্রবার রাতে প্যারিসসহ ৬টি এলাকায় আত্মঘাতী হামলা ও বন্দুকধারীদের গুলিতে ১২৯ জন নিহত হয়। এ ঘটনায় শনিবার দায় স্বীকার করেছে চরমপন্থি সংগঠন ইসলামিক স্টেট।

Featured আন্তর্জাতিক