৮ জঙ্গির তাণ্ডবে শুক্রবার প্যারিসের রাত হয়ে উঠেছিল ভয়াবহ৷ রক্তাক্ত হয়ে উঠে সোন নদীর জল৷ জঙ্গিহানায় মৃত্যু হয় কমপক্ষে ১২৭ জনের৷ কিন্তু জঙ্গিহানার ঘটনা যে ফ্রান্স কোনও ভাবেই বরদাস্ত করবে না তা শনিবার স্পষ্ট করে দিলেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ৷ এই আক্রমণের পালটা জবাব দেয়া হবে বলে শপথ নিলেন তিনি৷
২০০৪ সালে মাদ্রিদ ট্রেনে বিস্ফোরণের পর এই নৃশংস আক্রমণের ঘটনা ঘটল ইউরোপে৷ এদিন জঙ্গিহানার দায় স্বীকার করে আইএসের পক্ষ থেকে বলা হয়, মেশিনগান সহ ফিদায়েঁ জঙ্গিদের পাঠানো হয়েছিল প্যারিসে৷ জঙ্গিহানায় মৃত্যু হয় ১২৭ জনের৷ আহত হন ২০০ জনেরও বেশি মানুষ৷
প্যারিসের জঙ্গিহানার পর সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেয়া হয় আইফেল টাওয়ারের দরজা৷ সিল করে দেয়া হয় সীমান্ত৷ পাশাপাশি শুরু হয় তল্লাশি৷ আর কোনো জঙ্গি রাজধানীতে লুকিয়ে রয়েছে কিনা, তা নিশ্চিত হতে শহরের বিভিন্ন প্রান্ত চলে চিরুনি তল্লাশি৷