পানামার সাবেক স্বৈরশাসক ম্যানুয়েল নরিয়েগাকে বুধবার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পানামার জেল সিস্টেমের প্রধান অ্যাঞ্জেল কাল্ডেরন রয়টার্সকে বলেন, “নরিয়েগার কিছু নিয়মিত শারীরিক পরীক্ষা করাতে হবে।”
তবে ২০ বছরের কারাদণ্ড ভোগকারী নরিয়েগাকে হাসপাতালে ভর্তির কারণ নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছে সরকার ও তার আইনজীবী।
গত সপ্তাহে অল্প সময়ের জন্য তিনি ফ্লু আক্রান্ত হয়েছিলেন বলেও কাল্ডেরন জানান।
এদিকে সাবেক স্বৈরশাসকের আইনজীবী জুলিও বেরিওস জানান, কারাগারে জ্বরে আক্রান্ত নরিয়েগার (৭৮) ঠিকমতো চিকিৎসা না হওয়ায় তার স্বাস্থ্যের অবনতি হয়েছে। সম্প্রতি চিকিৎসকরা তার ব্রেন টিউমার সনাক্ত করেছে বলেও জানান তিনি।
জুলিও বলেন, “তার স্বাস্থ্য খারাপ হয়ে হচ্ছে। তবে তাকে হাসপাতালে ভর্তির যে অনুরোধ করেছিলাম আমরা তাতে বিলম্ব হয়েছে।”
১৯৮৩-৮৯ সাল পর্যন্ত পানামা শাসনকালে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের হত্যাসহ বিভিন্ন অপরাধে দুই দশকের সাজা ভোগ করছেন তিনি।
কলাম্বিয়ার কোকেইন পাচারকারীদের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ায় ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্র সেনা পাঠিয়ে তাকে উচ্ছেদ করে।
এরপর মাদক চোরাচালান ও অর্থ পাচারের অভিযোগে সাজা হওয়ার পর গত ২০ বছর প্রথমে তিনি ফ্লোরিডায় ও পরে ফ্রান্সে শাস্তি ভোগ করেন।
গত বছরের ডিসেম্বর মাসে তাকে পানামায় ফেরত পাঠানো হয়। পানামাতেও তিনি বিভিন্ন অপরাধে কারাভোগ করছেন।