ডেভিড ওয়ার্নারকে থামানো যাচ্ছে না৷
প্রথম টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরির পর নিউ জিল্যান্ডের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও সেঞ্চুরি করলেন অস্ট্রেলিয়ান ওপেনার৷ ওয়াকায় প্রথম দিনের শেষে ২৪৪ রানে নট আউট রয়েছেন৷ জীবনের প্রথম ডাবল সেঞ্চুরি৷ যা ফর্মে রয়েছেন, আরও বড় রান হয়তো অপেক্ষা করে রয়েছে তার জন্য৷
ওয়ার্নারের দাপটে প্রথম দিন ৪১৬-২ তুলল অস্ট্রেলিয়া৷ দুরন্ত ফর্মে থাকা অজি ওপেনারের পাশাপাশি সেঞ্চুরি পেলেন পাক জাত ব্যাটসম্যান উসমান খোয়াজাও (১২১)৷
টেস্টের ইতিহাসে এক দিনে সবচেয়ে বেশি রান তোলার রেকর্ড ডন ব্র্যাডম্যানের, ৩০৯৷ তা অক্ষতই থাকল৷ তবে এক দিনে তার দ্বিতীয় সর্বোচ্চ ২৪৪ রানের রেকর্ড ছুঁয়ে ফেললেন ওয়ার্নার৷ পিছনে ফেললেন দক্ষিণ আফ্রিকার হার্সল গিবস (২২৮) ও বীরেন্দ্র শেবাগকে (২৪৪)৷ দেশের মাটিতে অজি ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে রান তোলার রেকর্ডটা করে ফেললেন ওয়ার্নার৷
শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার মাঠে ২০টার বেশি টেস্ট খেলা অজিদের গড়ের বিচারেও ব্র্যাডম্যানের পরের জায়গায় ওয়ার্নার৷ ৩৩ ম্যাচে ব্র্যাডম্যানের রান ৪৩২২, গড় ৯৮.২৩৷ ওয়ার্নারের ২৩ ম্যাচে রান ২৩৭০, গড় ৬৪.০৫৷
অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড সিরিজকে বলা হচ্ছিল সাম্প্রতিক কালে টেস্ট ক্রিকেটের সেরা আকষর্ণ হতে চলেছে৷ ওয়ার্নার একাই কার্যত ম্যাকালামের টিমকে মাঠের বাইরে ফেলে দিয়েছেন৷ মাত্র ২৭২ বল খেলে ২৪৪ ব্যাটিং৷ ২২টা চার ও ২টি ছয় মেরেছেন৷
সারা দিন ব্যাট করা ওয়ার্নার আর এ দিন প্রেস কনফারেন্সে আসতে পারেননি৷ তার বদলে আসা খোয়াজা বলেন, ‘ওয়ার্নার ওর বিস্ফোরক খেলাটা কখন খেলা উচিত, সেটা জানে৷ ম্যাকালামের ডিফেন্সিভ ফিল্ডিং সত্ত্বেও কিন্ত্ত ও নিজেকে প্রয়োজন মতো ঠিক মেলে ধরেছিল৷’
শনিবার কতটা এগোতে পারেন ওয়ার্নার? খোয়াজা বলেছেন, ‘ধাপে ধাপে এগোতে চায়৷ ও প্রথমে আড়াইশো রানের দিকে তাকিয়ে৷ পরের লক্ষ্য ঠিক করবে সেটা পাওয়ার পর৷’
টেস্টের প্রথম দিনে সবচেয়ে বেশি রান
৩০৯ ডন ব্র্যাডম্যান (১৯৩০) ২৪৪ ডন ব্র্যাডম্যান (১৯৩৪) ২৪৪ ডেভিড ওয়ার্নার (২০১৫) ২২৮ হার্সল গিবস (২০০৩) ২২৮ বীরেন্দ্র শেবাগ (২০০৪)।- সংবাদসংস্থা