বাংলাদেশ সরকারের করা ৩টি অনুরোধ প্রত্যাখ্যান করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। অনুরোধটি ছিল চলতি বছরের প্রথম ৬ মাস অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে ফেসবুক ব্যবহারকারীদের সম্পর্কে তথ্য চাওয়া ।
২০১৩ থেকে এই বছরের প্রথমার্ধে বাংলাদেশ সরকার ফেসবুক কর্তৃপক্ষকে কয়েক দফা অনুরোধ করে, যার সবকটি অনুরোধ প্রত্যাখ্যান করা হয়। জঙ্গী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার উদ্দেশ্যে কিছুদিনের জন্য ভাইবার, হোয়াটস আপ বন্ধ করার কথা জানিয়েছে বাংলাদেশ সরকার। গত বুধবার জাতীয় সংসদেও এমন তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্র: ভয়েস অফ আমেরিকা