দুই ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের পক্ষে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়লেন ম্যালকম ওয়ালার। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ২০ বলে হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে ৬৮ রানে আউট হন ওয়ালার। ফলে পেছনে পড়ে যায় এলটন চিগুম্বুরা ও সিন উইলিয়ামসের দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম টি-২০ ম্যাচে ৬ নম্বরে ব্যাটিংয়ে নেমেই বিধ্বংসী রূপ ধারণ করেন ওয়ালার। বাংলাদেশ বোলারদের উপর চড়াও হয়ে খেলে ২০ বলেই হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে নেন তিনি। ফলে জিম্বাবুয়ের পক্ষে দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক বনে যান ওয়ালার। ফলে ভেঙ্গে যায় চিগুম্বুরা ও উইলিয়ামসের যৌথ রেকর্ড।
২১ বলে হাফ সেঞ্চুরি করে যৌথভাবেই জিম্বাবুয়ের পক্ষে তালিকার শীর্ষে ছিলেন চিগুম্বুরা ও উইলিয়ামস। ২০১৪ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে চিগুম্বুরা এবং ২০১৫ সালে আফগানিস্তানের বিপক্ষে ২১ বলে হাফ-সেঞ্চুরির স্বাদ পেয়েছিলেন উইলিয়ামস।