বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ বলেছেন, বাংলাদেশের মানুষ অনেক অতিথিপরায়ণ। তাদের ব্যবহারে আমি আসলেই অভিভূত। তিনি বলেন, আজ আমার ইমোশোনাল ডে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর গোপীবাগের রামকৃষ্ণ মঠে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশিদের প্রশংসা করে তিনি মন্তব্য করেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামকৃষ্ণ মিশনের সভাপতি বিচারপতি (অব.) গৌড় গোপাল সাহা। এসময় বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, স্বামী ধ্রুবেশানন্দ, স্বামী স্বরূপানন্দ প্রমুখ।
ভারত-বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সম্পর্ক বিরাজ করছে উল্লেখ করে পঙ্কজ শরণ বলেন, শুধু ভারত-বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার মানুষের কল্যাণের জন্য দু’দেশ একসঙ্গে কাজ করে যাচ্ছে। দু’দেশ পরস্পরের সহযাত্রী। আমরা দু’দেশের মানুষ অভিন্নভাবে বসবাস করি। আমাদের সব কিছুই এক। এ সময় স্বামী বিবেকানন্দকে উদাহরণ হিসেবে দাঁড় করিয়ে তিনি বলেন, সমাজের অন্যায়, অত্যাচার, অবিচার ও জাতিভেদ দূর করতে একনিষ্ঠভাবে কাজ করে গেছেন স্বামী বিবেকানন্দ। আর তিনি মানবতার যে বাণী দিয়ে গেছেন তার সেই বাণী অক্ষরে অক্ষরে মেনে চলে কাজ করে যাচ্ছে রামকৃষ্ণ মিশন ও মঠের স্বামীরা।