থাইল্যান্ডের গোলযোগপূর্ণ দক্ষিণাঞ্চলে বোমা বিস্ফোরণে ৪ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।
পুলিশ আজ শুক্রবার জানায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পাত্তানি প্রদেশের কোক ফো জেলায় একটি চেকপয়েন্টে এ বিস্ফোরণ ঘটে। এতে ৪৩ থেকে ৫৪ বছর বয়সী চার জন নিহত হন। নিহতরা সবাই বৌদ্ধ ধর্মাবলম্বী।
স্থানীয় পুলিশের কর্নেল উথাই থিপসোপা বার্তা সংস্থা এএফপি’কে বলেন, বিস্ফোরণে ৪ গ্রাম্য প্রতিরক্ষা স্বেচ্ছাসেবী নিহত ও চারজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে থাই কর্তৃপক্ষ মালয় মুসলিম বিদ্রোহীদের বন্দুক ও বোমা হামলার হাত থেকে নিজেদের রক্ষা করতে গ্রাম্য স্বেচ্ছাসেবীদের অস্ত্র সরবরাহ করেছে। বৃহত্তর স্বায়ত্তশাসনের জন্য মালয় মুসলিমরা বিদ্রোহ চালিয়ে যাচ্ছে।
২০০৪ সাল থেকে সহিংসতায় ৬ হাজার ৪শ’র বেশি লোক নিহত হয়েছে। নিহতদের বেশিরবাগ বেসামরিক নাগরিক।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দক্ষিণাঞ্চলে জাতিগত মালয়রা বসবাস করে। একশ বছরেরও বেশি আগে থাইল্যান্ড এই অঞ্চল নিজেদের সঙ্গে যুক্ত করে নেয়। বিদ্রোহীরা নিয়মিত নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে আসছে।