আবারও জাতিবিদ্বেষী মন্তব্যের শিকার হলেন কানাডার নতুন প্রতিরক্ষা মন্ত্রী। ভারতীয় বংশোদ্ভুত হরজিত সজ্জন কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রী জুস্তাঁ ক্রুদোই-এর সরকারে প্রতিরক্ষা মন্ত্রী পদে সদ্য দায়িত্ব গ্রহণ করেছেন। এরই মধ্যে জাত নিয়ে তাকে শুনতে হল এমন তীব্র মন্তব্য। ওই পদে ভারতীয় বংশোদ্ভুত শিখকে পছন্দ না হওয়ায় সেনাবাহিনীর এক সদস্যই সজ্জনের বিরুদ্ধে জাতিবিদ্বেষ মূলক মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
কানাডীয়ান সরকার এই ঘটনার তীব্র নিন্দা করেছে। অভিযুক্তের পরিচয় বা হুবহু মন্তব্য গোপন রাখলেও কানাডার সেনাবাহিনীও ঘটনার কথা স্বীকার করেছে। বাহিনীর তরফে জানানো হয়েছে, কুইবেক প্রদেশের বাসিন্দা তথা সেনাবাহিনীর একজন নন-কমিশনড সদস্য ফেসবুকে প্রতিরক্ষা মন্ত্রী সম্পর্কে খারাপ মন্তব্য করেছেন। এমন অপ্রীতিকর বিষয়ের পুনরাবৃত্তি রুখতে গোটা বাহিনীতেই জারি করা হয়েছে কড়া সতর্কবার্তা।