ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ে : ১০ ওভারে ৫৬/৪

ব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ে : ১০ ওভারে ৫৬/৪

শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে জিম্বাবুয়ে দল। টাইগারদের অধিনায়ক মাশরাফি এবং আল 10আমিনের বোলিং তোপে মাত্র ১০ রানের মাথায় জিম্বাবুয়ের টপঅর্ডারের ৪ ব্যাটসম্যান ফিরেছেন। এর মধ্যে মাশরাফির দখলে গেছে দুটি উইকেট। এছাড়া নাসির ও আল-আমিনের ১টি করে উইকেট নিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৬ রান। এর আগে আজ শুক্রবার বিকাল ৫টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা।
৩ ম্যাচ ওয়ানডে সিরিজে সফরকারী জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে ২ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ফিল্ডিংয়ে নামে স্বাগতিক বাংলাদেশ। টাইগারদের হয়ে বোলিং উদ্বোধন করেন মাশরাফি বিন মর্তুজা। প্রথম ওভারের পঞ্চম বলেই ওপেনার সিকান্দার রাজাকে ফিরিয়ে দেন নড়াইল এক্সপ্রেস। ম্যাশের বলে লিটন দাসের তালুবন্দি হয়ে ফেরেন ৫ রান করা রাজা।
পরের ওভারেই আল আমিনের শিকারে সাজঘরের পথ ধরেন আরেক ওপেনার রেগিস চাকাভা। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে উইকেটের পেছনে থাকা মুশফিকের গ্লাভসবন্দি হন শূন্যহাতে ফেরা চাকাভা। ওপেনার সিকান্দার রাজাকে ফিরিয়ে দিয়ে ইনিংসের তৃতীয় ওভারে আবারো আঘাত হানেন মাশরাফি। তৃতীয় ওভারের তৃতীয় বলে জিম্বাবুয়ের দলপতি এলটন চিগুম্বুরাকে সরাসরি বোল্ড করে ফিরিয়ে দেন টাইগার দলপতি। বিদায় নেয়ার আগে তার ব্যাট থেকে কোনো রানই আসেনি। এর পর সিন উইলিয়ামস মাত্র ৩৮ নিয়ে সাজ ঘরে ফেরান নাসির।
বিশ্বকাপে দারুন পারফরমেন্সের পর পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মত দলের বিপক্ষে টান ৩ সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ থেকেই নিজেদের দাপট অব্যাহত রাখে টাইগাররা।

Featured খেলাধূলা