লেবাননের রাজধানী বৈরুতের একটি জেলায় দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে ৪৩ জন নিহত ও দু’শতাধিক আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বৈরুতের দক্ষিণ উপকণ্ঠের বুর্জ আল-বারাজানেহ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। বুর্জ আল-বারাজানেহ এলাকাটি শিয়া অধ্যুষিত। এটি শিয়া সংগঠন হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। মধ্যপ্রাচ্যের চরমপন্থী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে। খবর রয়টার্স।
এদিকে লেবাননের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার প্রায় একই সময় বুর্জ আল-বারাজানেহ এলাকায় শিয়াদের একটি কমিউনিটি সেন্টার ও এর কাছেই একটি বেকারিতে বোমা দুটি বিস্ফোরিত হয়। ওই এলাকায় হিজবুল্লাহর পরিচালিত একটি হাসপাতালও রয়েছে।
অন্যদিকে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওয়ায়েল আবু ফাউর জানিয়েছেন, বিস্ফোরণে ৪৩ জন নিহত ও ২৪০ জন আহত হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশংকাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।