আলফা নেতা অনুপ চেতিয়া ৬ দিনের রিমান্ডে

আলফা নেতা অনুপ চেতিয়া ৬ দিনের রিমান্ডে

আলফা নেতা অনুপ চেতিয়াকে বাংলাদেশ থেকে ভারতের কাছে হস্তান্তরের পর হত্যা মামলায় 6গ্রেফতার দেখিয়ে আদালতের অনুমতিতে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা-সিবিআই। গতকাল বৃহস্পতিবার নয়া দিল্লির একটি আদালত তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বুধবার ভোর রাতে ঢাকার কাশিমপুর জেলা থেকে ছেড়ে দেয়া হয় চেতিয়াকে। বেনাপোল-পেট্রাপোল সীমান্ত পার করিয়ে কলকাতা হয়ে বুধবার দিল্লি নিয়ে যাওয়া হয় চেতিয়াকে। চেতিয়ার আসল নাম গোলাপ বড়ুয়া। তার নামে ইন্টারপোলের রেড কর্নার নোটিশ জারি রয়েছে। ভারতে ইন্টারপোলের প্রতিনিধিত্ব করে সিবিআই- সে কারণেই বৃহস্পতিবার বিশেষ আদালতে হাজির করে সিবিআই।
এর আগে ১৯৯১ সালে প্রথমবার গ্রেপ্তার হন কলকাতার একটি গেস্ট হাউস থেকে। তাকে আসামে নিয়ে যাওয়া হলে তিনি সরকারের সঙ্গে শান্তি আলোচনা শুরু করেন। সরকারকে এটাও বোঝান যে আলফার অন্য নেতাদের আলোচনায় নিয়ে আসতে হলে তার জামিন পাওয়া দরকার। সরকার অনুপ চেতিয়াকে জামিনে ছেড়ে দেয়ার পরেই তিনি বাংলাদেশে পালিয়ে আসেন এবং ১৯৯৭ সালে ধরা পড়েন। শুরু হয় তাকে ভারতে ফেরানোর প্রক্রিয়া। তবে জাল পাসপোর্ট ও বেআইনিভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে চেতিয়ার ৭ বছরের কারাদন্ড দেয়া হয়। তার আগে তিনি বাংলাদেশে থেকে যেতে চেয়ে ৩বার রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছিলেন। প্রতিবারই তার আবেদন খারিজ হয়।
অনুপ চেতিয়া কয়েক বছর ধরে মত বদলিয়ে আলফা আর ভারত সরকারের মধ্যে চলতে থাকা শান্তি আলোচনায় অংশ নেয়ার আগ্রহ প্রকাশ করেন। শান্তি আলোচনায় অংশ নেওয়া আলফা নেতারাও আবেদন করেন দেশে ফিরিয়ে নিয়ে এসে শান্তি আলোচনায় বসানো হোক তাদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদককে।

Featured আন্তর্জাতিক