সংখ্যাগরিষ্ঠতায় জয় পেলো সুকির এনএলডি

সংখ্যাগরিষ্ঠতায় জয় পেলো সুকির এনএলডি

মিয়ারমারের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির 8ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এনএলডি। দেশটির নির্বাচন কমিশন আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেছে। এর ফলে দেশটিতে চলা ২৫ বছরের সামরিক শাসনের অবসান হতে যাচ্ছে। এর আগে ৮ নভেম্বর অনুষ্ঠিত এ নির্বাচনের এখন পর্যন্ত পার্লামেন্টের ৮০ শতাংশের বেশি আসনের ফলাফল ঘোষিত হয়েছে। এর মধ্যে এনএলডি সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় দুই তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়েছে। ফলে পার্লামেন্টকে নিয়ন্ত্রণ ও সরকার গঠন এবং নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পথ সুগম হলো দলটির জন্য। সেইসঙ্গে দেশটিতে দীর্ঘ সেনা শাসনের অবসান ঘটতে যাচ্ছে। দেশটির নির্বাচন কমিশনের কর্মকর্তারা আজ একথা জানিয়েছেন। খবর বিবিসির
এদিকে নির্বাচনে এক চতুর্থাংশ আসন সামরিক জান্তাদের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। যার অর্থ হলো-সংসদে তাদের আধিপত্যও থাকবে। নির্বাচনে সুকির দল জিতলেও দেশটির সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হওয়ার পথে বাধা রয়েছে তার। তিনি এখনই দেশটির প্রেসিডেন্ট হতে পারবেন না। বিশেষভাবে যাদের সন্তান বিদেশী নাগরিক বা বিদেশে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এ বাধা রয়েছে। সুকির দুই সন্তানই বৃটেনে জন্মগ্রহণ করেন। কিন্তু শান্তিতে নোবেল বিজয়ী এ নেত্রী ঘোষণা দেন, তার দল জিতলে যেকোনো মূল্যেই তিনি দেশটির নেতৃত্ব দেবন। সুচি প্রায় এক দশক দেশটির সামরিক জান্তাদের হাতে গৃহবন্দি ছিলেন।
প্রসঙ্গত মিয়ানমারের পার্লামেন্ট দুই কক্ষবিশিষ্ট। এর মধ্যে নিম্নকক্ষ হাউস অব রেপ্রিজেনটেটিভ এর আসন সংখ্যা ৪৪০। উচ্চকক্ষ হাউস অব ন্যাশনালিটিজ এর আসন সংখ্যা ২২৪টি। এছাড়া স্টেটস পার্লামেন্টের আসন সংখ্যা ৬৫২টি।

Featured আন্তর্জাতিক